Raas Utsav: রাস উপলক্ষ্যে শ্রীরামপুরে সাজো সাজো রব! হয়ে গেল একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন, উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক আয়োজন
- Published by:Sneha Paul
 - local18
 
Last Updated:
Raas Utsav: রাস উৎসবকে সামনে রেখে সোমবার রাতে শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন হল। এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য কী কী আয়োজন করা হয়েছে সেকথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
পূর্বস্থলী, পূর্ব বর্ধমান, নবকুমার রায়ঃ দুর্গাপুজো থেকে শুরু করে জগদ্ধাত্রী পুজো, একে একে সব মিটে গিয়েছে। তবে বাঙালির উৎসবের মরশুম কিন্তু এখনও শেষ হয়নি। এবার রাস উৎসবের পালা। বর্তমানে এই নিয়ে রাজ্যের নানা প্রান্তে জোরকদমে তোড়জোড় চলছে। এই রাস উৎসবকে সামনে রেখে যেমন সোমবার রাতে শ্রীরামপুর এলাকার একগুচ্ছ পুজো প্যান্ডেলের উদ্বোধন হয়ে গেল।
এদিন শ্রীরামপুর পঞ্চায়েতের অন্তর্গত মধ্য শ্রীরামপুর কিশোর স্টাফ ক্লাবের পুজো প্রাঙ্গন থেকে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের ১০১টি রাস উৎসবের আনুষ্ঠানিক সূচনা করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলাশাসক আয়েশা রানী এ, জেলা পুলিশ সুপার সায়ক দাস, কালনার মহকুমা শাসক অহিংসা জয়েন, বিডিও অনন্যা বিশ্বাস সহ প্রশাসনের একাধিক কর্তা ব্যক্তিরা।
advertisement
আরও পড়ুনঃ নবদ্বীপ, শান্তিপুর তো অনেক হল! এবার রাস পূর্ণিমায় ঘুরে আসুন দাঁইহাট, জৌলুস আর ভক্তির মিশ্রণে জমে উঠবে আপনার রাস
পুলিশ সুপার এদিন জানান, এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য পর্যাপ্ত পুলিশ ফোর্স মোতায়েন থাকছে। সেই সঙ্গেই বাড়তি সিসি ক্যামেরা রয়েছে এবং ড্রোনের মাধ্যমে বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
advertisement
advertisement
প্রসঙ্গত, রাস উৎসবের কথা শুনলেই অনেকের মাথায় প্রথমে নবদ্বীপ কিংবা শান্তিপুরের ছবি ভেসে ওঠে। তবে বর্ধমানের শ্রীরামপুর এলাকাতেও কিন্তু বেশ ধুমধাম করে রাস উদযাপিত হয়। সোমবার সেখানকার একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন হয়েছে। এই বছর সুষ্ঠুভাবে রাস পরিচালনার জন্য কী কী আয়োজন করা হয়েছে সেকথা জানিয়েছেন জেলা পুলিশ সুপার।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Location :
Barddhaman (Bardhaman),Barddhaman,West Bengal
First Published :
November 04, 2025 8:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: রাস উপলক্ষ্যে শ্রীরামপুরে সাজো সাজো রব! হয়ে গেল একগুচ্ছ মণ্ডপের উদ্বোধন, উৎসব সুষ্ঠুভাবে পরিচালনা করতে একাধিক আয়োজন

