Purulia News: কম খরচে আরামে থাকার সুযোগ, পর্যটকদের টানছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়... এই শীতেই ঘুরে আসুন

Last Updated:

দোলনা থেকে শুরু করে নানা ধরনের খেলাধূলার সরঞ্জাম রয়েছে, যেখানে শিশুরা নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে খেলাধূলা করে সময় কাটাতে পারবে। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিক সুযোগ-সুবিধার মেলবন্ধনে এই পর্যটন মরশুমে জয়চণ্ডী পাহাড় হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য।

জয়চণ্ডী পাহাড়ের কটেজ
জয়চণ্ডী পাহাড়ের কটেজ
পুরুলিয়া, শান্তনু দাস: শীত মানেই ভ্রমণের মাস। এবার ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যেই পর্যটন মরশুমে পুরুলিয়া জেলার জয়চণ্ডী পাহাড়ে মিলছে আরামদায়ক কটেজের সুবিধা। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জয়চণ্ডী পাহাড়ে স্বল্প খরচে থাকার এই সুযোগ পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হয়ে উঠেছে। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা জয়চণ্ডী পাহাড়, চারপাশে পাহাড়, সবুজ বন আর নিরিবিলি পরিবেশ। এই পর্যটন মরশুমে কম খরচে স্বাচ্ছন্দ্যপূর্ণ থাকার সুযোগ থাকায় পর্যটকদের ভিড় বাড়ছে।
কটেজের ম্যানেজার তপন দত্ত জানান, “পাহাড়ের সমস্ত কটেজ নতুনভাবে সাজান হয়েছে। প্রতিটি কটেজেই রয়েছে এসি, গিজারসহ আধুনিক সুযোগ-সুবিধা। বিশেষ করে দু’টি ডরমেটরি রয়েছে, যেখানে মাত্র ৮০০ টাকার মধ্যেই আরামদায়কভাবে থাকা সম্ভব।” উল্লেখযোগ্য বিষয় হল, জয়চণ্ডী পাহাড় একসময় ছিল সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘হীরক রাজা দেশে়’ -এর শুটিং লোকেশন। সেই ঐতিহ্যকে স্মরণ করেই কটেজগুলোর নামকরণ করা হয়েছে বাংলা সাহিত্য, লোককথা এবং সত্যজিৎ রায়ের সৃষ্ট বিভিন্ন চরিত্রের নামে, যা পর্যটকদের কাছে আলাদা আকর্ষণ সৃষ্টি করছে। অন্যদিকে, কটেজের একেবারে পাশেই বাচ্চাদের জন্য একটি সুন্দর খেলার পার্ক নির্মাণ করা হয়েছে।
advertisement
advertisement
দোলনা থেকে শুরু করে নানা ধরনের খেলাধূলার সরঞ্জাম রয়েছে, যেখানে শিশুরা নিরাপদ ও আনন্দদায়ক পরিবেশে খেলাধূলা করে সময় কাটাতে পারবে। সব মিলিয়ে প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্যের ছোঁয়া ও আধুনিক সুযোগ-সুবিধার মেলবন্ধনে এই পর্যটন মরশুমে জয়চণ্ডী পাহাড় হয়ে উঠেছে এক অনন্য ভ্রমণ গন্তব্য।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: কম খরচে আরামে থাকার সুযোগ, পর্যটকদের টানছে পুরুলিয়ার জয়চণ্ডী পাহাড়... এই শীতেই ঘুরে আসুন
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement