Purulia News: মাসে মাসে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা, দিনরাত এই কাজ করেই যা করছেন মহিলারা...
- Published by:Riya Das
- news18 bangla
- Reported by:Sarmistha Banerjee Bairagi
Last Updated:
Purulia News: বিকল্প রোজগারের পথ প্রশস্ত করতে জুট প্রশিক্ষণ, কি কি তৈরি হচ্ছে জুট দিয়ে জানেন!
পুরুলিয়া : ক্ষুদ্র মাঝারি শিল্পের মধ্যে দিয়ে দেশের অর্থনৈতিক অবস্থান পরিবর্তন করা সম্ভব। তার মধ্যে হস্তশিল্পের বিরাট বড় ভূমিকা রয়েছে। আর এই হস্তশিল্পের মধ্যে গুরুত্বপূর্ণ জুট শিল্প। জুট শিল্পের মধ্য দিয়ে অনেকেই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছেন। বিশেষত গ্রাম্য এলাকার মহিলারা এই হস্তশিল্পকে কাজে লাগিয়ে বিকল্প রোজগারের পথ খুঁজে পাচ্ছেন। তাই মহিলাদের স্বনির্ভর করার লক্ষ্যে দশ দিন ব্যাপী জুট প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় পুরুলিয়ার মানবাজারে। বিশরী গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে জুট হ্যান্ডিক্রাফটের উপর বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
১০ দিনের এই শিবিরে মোট ৪০ জনকে প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বর্নিভর করে তোলার লক্ষ্যেই এই আয়োজন।এই বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলারা বলেন , এই প্রশিক্ষণের ফলে তারা অনেকটাই উপকৃত হবেন। তাদের খুব ভালভাবেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এর থেকে তারা আগামী দিনে নতুন কিছু করতে পারবে।
advertisement
advertisement
এ বিষয়ে অধ্যক্ষ ও বিজ্ঞানী ড: সমীরবরণ রায় বলেন, বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে ও মহিলাদের বিকল্প রোজগারের রাস্তা করে দিতে এই প্রশিক্ষণের আয়োজন। সরকারিভাবে এই প্রশিক্ষণে ব্যবস্থা করা হয়। এতে অনেকেই উপকৃত হবেন।
advertisement
দশ দিনের এই প্রশিক্ষণে জুটের বিভিন্ন সামগ্রী তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। আগামী দিনে যাতে মহিলাদের রোজগারের পথ সুদৃঢ় হয় তার জন্যই এই প্রশিক্ষণ। প্রত্যন্ত গ্রাম্য এলাকার মহিলারা এর ফলে স্বনির্ভর হতে পারবে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 22, 2025 5:41 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মাসে মাসে আয় হচ্ছে কাঁড়ি কাঁড়ি টাকা, দিনরাত এই কাজ করেই যা করছেন মহিলারা...