Purulia Forest Tourism: জঙ্গল ঘুরতে ভালবাসেন? এবার থেকে পুরুলিয়া ফরেস্ট হোটেল বুকিংয়ে বড় বদল! এখনই জেনে নিন
- Reported by:Sarmistha Banerjee Bairagi
- hyperlocal
- Published by:Teesta Barman
Last Updated:
Purulia Forest Tourism: পুরুলিয়া গিয়ে 'ফরেস্ট' রিসর্ট দেখে ভাবছেন বনদফতরের? চাইলে আপনিও থাকতে পারেন এখানে, জানুন আসল সত্য।
পুরুলিয়া: পর্যটন মানচিত্রে জেলা পুরুলিয়া অন্যতম। লাল মাটির এই জেলাতে সারা বছরই পর্যটকদের আনাগোনা লেগেই থাকে। এখানে রয়েছে হোটেল, রিসর্ট, হোমস্টে-সহ একাধিক থাকার জায়গা। এই জেলাতে রয়েছে একাধিক ফরেস্ট রিসর্টও। অনেকেই সেই সমস্ত ফরেস্ট রিসর্ট-এ থাকতে চান, কিন্তু পরিকল্পনা করলেও বাধ সাধে এই ‘ফরেস্ট’ শব্দটি। আর তা হবে নাই বা কেন। কারণ ফরেস্ট রিসর্ট দেখে অনেকেই ভেবে নেন এটি সরকারি জায়গা। আর তাতেই বুকিং করতে গিয়ে চিন্তায় পড়তে হয় পর্যটকদের।
এবার পর্যটকদের কথা ভেবে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল বনদফতর। রাজ্য সরকারের নিজস্ব রিসর্টগুলি ছাড়া বেসরকারি হোটেল ও রিসর্ট মালিকেরা কেউ ‘ফরেস্ট’ শব্দ ব্যবহার করতে পারবেন না নিজের হোটেল বা রিসর্টে। ইতিমধ্যেই হোটেল, হোমস্টে ও রিসর্ট মালিকদের সঙ্গে বৈঠক করে তাঁদের এ বিষয়ে জানিয়ে দিয়েছে বনদফতর। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বনবিভাগের ডিএফও অঞ্জন গুহ বলেন, ”ফরেস্ট শব্দটি বেসরকারি জায়গায় ব্যবহার aকরলে বেশ কিছু ভুল বোঝাবুঝির জায়গা তৈরি হচ্ছে। সেই কারণেই আমরা হোটেল, হোমস্টে ও রিসর্ট কর্তৃপক্ষগুলিকে অনুরোধ করেছি যাতে তারা ‘ফরেস্ট’ শব্দটি ব্যবহার না করে।”
advertisement
আরও পড়ুন: শনিবারই হবেন মালামাল! এই ৪ জিনিস দেখলেই ছুঁতে পারবে না বিপদ…! শনিদেবকে তুষ্ট করতে করুন এগুলি
advertisement
এ বিষয়ে একটি বেসরকারি রিসর্টের কর্ণধার বলেন, ”বনদফতর থেকে যে গাইডলাইন দেওয়া হয়েছে সেগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। অনেক ক্ষেত্রেই ফরেস্ট শব্দটি ব্যবহার করার ফলে নানান সমস্যার মধ্যে পড়তে হয়। সেক্ষেত্রে ফরেস্ট শব্দ যদি ব্যবহার না করে বনদফতরকে সহযোগিতা করা যায়, আমরা তাই করব।”
advertisement
পুরুলিয়া জেলাজুড়ে বহু বেসরকারি ফরেস্ট রিসর্ট রয়েছে। সেগুলি থেকে নানা বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে। তাই পর্যটকরা যাতে সুষ্ঠুভাবে পাহাড়ে ভ্রমণ করতে পারেন, তাদের যাতে কোনও অসুবিধা না হয়, সেই কারণেই এই উদ্যোগ নিয়েছে বনদফতর।
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 10, 2024 11:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia Forest Tourism: জঙ্গল ঘুরতে ভালবাসেন? এবার থেকে পুরুলিয়া ফরেস্ট হোটেল বুকিংয়ে বড় বদল! এখনই জেনে নিন








