Purulia to Digha Bus: এক বাসে সোজা পুরুলিয়া থেকে দিঘা! চালু নয়া সরকারি বাস পরিষেবা! কোন রুটে যাবে, কত ভাড়া জানুন

Last Updated:

Purulia to Digha Bus: পুরুলিয়া থেকে খুব সহজেই এবার দিঘা ভ্রমণ। বাসের ভাড়া মাত্র ২৪৫ টাকা। বাসটি চলবে বরাবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমনি, কেশিয়াড়ি, বেলদা, এগরা, কাঁথি হয়ে দিঘা পর্যন্ত।

+
পুরুলিয়া

পুরুলিয়া দিঘা সরকারি বাস

পুরুলিয়া: পর্যটনের সবচেয়ে আকর্ষণীয় দিঘা। ‌কথায় আছে দিঘা, পুরি, দার্জিলিং বাঙালির বেড়ানোর তালিকায় সবসময়ই প্রথম সারিতে থাকে। পুরুলিয়া থেকে দিঘা যাওয়া এখন আরও সহজ। দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার উদ্যোগে সূচনা হল পুরুলিয়া থেকে দিঘা সরকারি বাস পরিষেবার।
এবার এক সফরেই ‘তীর্থ ও পর্যটন’। খরচ একেবারেই মধ্যবিত্তের হাতের নাগালে। পুরুলিয়া বাসস্ট্যান্ড সংলগ্ন ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে এই পরিষেবার সূচনা করেন নিগমের চেয়ারম্যান সুভাষ মণ্ডল। এই সরকারি বাসটি প্রত্যেকদিন পুরুলিয়ার এসবিএসটিসি বাস স্ট্যান্ড থেকে ছাড়বে সকাল ৬ঃ৪৫ মিনিটে এবং দিঘায় পৌঁছবে বিকেল ৩’টেয়। দিঘা থেকে ফেরার সময় ছাড়বে সকাল ৬ঃ৪৫ মিনিটে, পুরুলিয়ায় পৌঁছবে বিকেল ৩’টেয়।
advertisement
আরও পড়ুনঃ ট্রেনে যাওয়ার সময় বাড়ির খাবার নিয়ে যান? এবারে কিন্তু সাবধান…এই ভুল করবেন না, বড় সমস্যায় পড়বেন
বাসের ভাড়া মাত্র ২৪৫ টাকা। বাসটি চলবে বরাবাজার, বান্দোয়ান, বেলপাহাড়ি, বাঁশপাহাড়ি, শিলদা, ঝাড়গ্রাম, লোধাশুলি, গুপ্তমনি, কেশিয়াড়ি, বেলদা, এগরা, কাঁথি হয়ে দিঘা পর্যন্ত। একেবারে গভীর জঙ্গলের মধ্য দিয়ে প্রকৃতির অপরূপ রূপের স্বাদ উপভোগ করতে করতে পৌঁছে যাওয়া যাবে দিঘায়। এ প্রসঙ্গে, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল বলেন, রথযাত্রার পূর্বে জঙ্গলমহলবাসীর কাছে এটি একটি উপহার বলা যেতেই পারে। জঙ্গলমহলের মানুষজনদের দিঘা যাতায়াত সহজ করতেই এই পরিষেবা চালু করা হল। আগামী দিনে এই রুটে একটি এসি বাস চালানোর পরিকল্পনাও রয়েছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ এল প্রেমিকা, চলছিল রোম্যান্টিক ডেট! আচমকা ধরানো হল ১২০০০ টাকার বিল! ভয়ঙ্কর অভিযোগ দিল্লির যুবকের, হতবাক নেটদুনিয়া
পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, দিঘা এখন আর শুধু পর্যটনস্থল নয়, দিঘায় বেড়ানোর পাশাপাশি বাড়তি পাওনা জগন্নাথ ধাম। রথের পূর্বে এই বাস পরিষেবা জঙ্গলমহলবাসীদের কাছে বিরাট বড় পাওনা। ‌এর জন্য তিনি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। শহরের এক বাসিন্দা জানান, এই বাস পরিষেবা শুরু হওয়ায় তারা খুবই উপকৃত হয়েছেন। তারা অনায়াসেই দিঘা বেড়াতে যেতে পারবেন। এত কম টাকায় এই বাস হওয়ায় তাদের সুবিধাই হয়েছে।
advertisement
বিগত প্রায় কুড়ি বছর আগে পুরুলিয়া-দিঘা বাস পরিষেবা শুরু হয়েছিল। বিভিন্ন সমস্যা ও রাস্তাঘাটের অসুবিধায় তা বন্ধ হয়ে গিয়েছিল। এবার উন্নত যোগাযোগ ব্যবস্থা ও যাত্রীদের চাহিদার কারণে এই রুটে আবারও বাস পরিষেবা শুরু হল। এতেই খুশির জোয়ার জঙ্গলমহলে।
শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia to Digha Bus: এক বাসে সোজা পুরুলিয়া থেকে দিঘা! চালু নয়া সরকারি বাস পরিষেবা! কোন রুটে যাবে, কত ভাড়া জানুন
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement