Science Fair: ফার্স্ট-সেকেন্ড-থার্ড হলেই রাজ্য স্তরের প্রতিযোগিতায় সুযোগ! পুরুলিয়ায় বিজ্ঞান মেলার আয়োজন, পড়ুয়াদের জন্য দারুণ মঞ্চ

Last Updated:

Purulia Science Fair: মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের বিকাশ ঘটাতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুলের পড়ুয়ারা তাঁদের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে হাজির হয়েছিল।

+
পুরুলিয়া

পুরুলিয়া জেলা বিজ্ঞান মেলা

পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ বিজ্ঞানের প্রতি আগ্রহ বাড়াতে জেলা ভিত্তিক বিজ্ঞান মেলার আয়োজন করল পুরুলিয়া জেলা বিজ্ঞান কেন্দ্র। জেলা বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গণে তিন দিনব্যাপী এই মেলা চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ৩৬টি স্কুল এই বিজ্ঞান মেলায় অংশগ্রহণ করেছিল। জেলা বিজ্ঞান মেলায় ছিল চিলড্রেন্স কর্নার, যা সকলের নজর কেড়েছে। এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীরা পরবর্তীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার সুযোগ পাবে।
মূলত ছাত্রছাত্রীদের মধ্যে বিজ্ঞানের বিকাশ ঘটাতে এই মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্কুলের পড়ুয়ারা তাঁদের বিভিন্ন প্রোজেক্ট নিয়ে এই মেলায় হাজির হয়েছিল। ‌তার মধ্যে অন্যতম আকর্ষণ ছিল একটি বাইকের মডেল। মূলত দুর্ঘটনা এড়াতে এই বাইকটি মডেল হিসেবে ব্যবহৃত হয়েছিল। পুরুলিয়ার প্রত্যন্ত এলাকা হুটমুড়ার হরিমতি উচ্চমাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা এই বাইক মডেলটি তৈরি করেছিল।
advertisement
আরও পড়ুনঃ মুখস্থবিদ্যা ছেড়ে হাতেকলমে শিখুক খুদেরা! পড়ুয়াদের বানানো সচেতনতামূলক মডেলের প্রদর্শনী, জঙ্গলমহলের প্রাথমিক স্কুলে অভিনব আয়োজন
এই বাইকের মূল বিষয় হল, যদি হেলমেট সঠিক নিয়মে পরা হয় তবেই এই বাইক চালু হবে। যদি কোনও কারণে হেলমেটের স্ট্র্যাপ  খুলে যায় তাহলে অটোমেটিক এই বাইকের স্টার্ট বন্ধ হয়ে যাবে। এই প্রোজেক্টের নাম ‘নো হেলমেট, নো স্টার্ট।’ মূলত দুর্ঘটনা এড়াতেই এই পরিকল্পনা নিয়েছে বিদ্যালয়ের ছাত্রীরা। ‌
advertisement
advertisement
এই বিষয়ে বিদ্যালয়ের পড়ুয়া অন্বেষা মাঝি ও সুজাতা রাজোয়ার বলেন, যাতে দুর্ঘটনা রোধ করা যায় ও মানুষ সচেতন হয় সেই কারণেই এই প্রজেক্ট বানিয়েছেন। ‌যদি নামিদামি বাইক কোম্পানিগুলি এই ধরনের বাইক ও হেলমেট বানায় তাহলে দুর্ঘটনা অনেকটাই কম হবে।
বিজ্ঞান মেলায় আসা এক দর্শনার্থী রঞ্জিত কুমার সহিস বলেন, খুদে পড়ুয়াদের মনে যে পরিকল্পনা এসেছে তা প্রশংসনীয়। এই পরিকল্পনা বাস্তবে রূপায়িত হলে দুর্ঘটনার সংখ্যা কমবে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা বিজ্ঞান কেন্দ্রের আধিকারিক ধ্রুবজ্যোতি চট্টোপাধ্যায় জানান, এই বিজ্ঞান মেলার যথেষ্ট সাড়া পেয়েছেন তাঁরা। জেলা জুড়ে ৯৯টি মডেল এসেছে। ১৩৬ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে। আগামী দিনে তাঁদের মধ্যে থেকে চারটি মডেল রাজ্য স্তরে যাবে। বিগত পাঁচ দশক ধরে এই বিজ্ঞান মেলা চলে আসছে। এই মেলা ঘিরে পড়ুয়াদের উৎসাহ উদ্দীপনা ছিল তুঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Science Fair: ফার্স্ট-সেকেন্ড-থার্ড হলেই রাজ্য স্তরের প্রতিযোগিতায় সুযোগ! পুরুলিয়ায় বিজ্ঞান মেলার আয়োজন, পড়ুয়াদের জন্য দারুণ মঞ্চ
Next Article
advertisement
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র ! আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা
  • সল্টলেকে I-PAC-এর অফিসেও হানা ইডি-র !

  • আইপ্যাকের দফতর থেকে একাধিক ফাইল নিয়ে এলেন মমতা

  • তার পরে তা রাখা হয় মুখ্যমন্ত্রীর গাড়ির পিছনের আসনে

VIEW MORE
advertisement
advertisement