Bangla News: বাংলার গর্ব দুই খুদে, রিয়্যালিটি শো–তে ঝড় তুলছে রকস্টার জুটি সাগ্নিক-তিয়াসা

Last Updated:

Bangla News: পুরুলিয়া জেলার মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের পড়ুয়া দুই খুদে শিল্পী সাগ্নিক সুপকার ও তিয়াসা হালদার আজ গোটা বাংলার গর্ব। সাগ্নিক ও তিয়াসার এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে।

+
স্বপন

স্বপন সুব্রত হাইস্কুলে সম্বর্ধনা দেওয়া হল সাগ্নিক ও তিয়াসাকে 

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার মানবাজারের স্বপন সুব্রত হাইস্কুলের পড়ুয়া দুই খুদে শিল্পী সাগ্নিক সুপকার ও তিয়াসা হালদার আজ গোটা বাংলার গর্ব। তাদের মোহময়ী কণ্ঠ ও অসাধারণ গায়কী প্রতিভা ইতিমধ্যেই মুগ্ধ করেছে দর্শকদের। সঙ্গীত শিল্পী তিয়াসার সঙ্গে গিটারিস্ট সাগ্নিক। বর্তমানে দুই তরুণ শিল্পী একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের জনপ্রিয় রিয়েলিটি শো এর ‘রকস্টার জুটি’ হিসাবে বিপুল প্রশংসা কুড়োচ্ছে। নতুন প্রজন্মের এই দুই তারকার একের পর এক রকিং পারফরম্যান্স আজ বাংলার মঞ্চ মাতিয়ে দিচ্ছে।
তাদের সাফল্যকে আরও উজ্জ্বল করে তুলতে তাদের নিজেদের স্কুল স্বপন সুব্রত হাইস্কুলে তাদের বিশেষ সম্বর্ধনা জানালেন স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। শুধু তাই নয়, তাদের পথচলায় যাঁরা সবসময় পাশে থেকেছেন, সেই দুই শিল্পীর অভিভাবকদেরও সম্মাননা জানানো হয়। একইসঙ্গে সম্বর্ধনা দেওয়া হয় পুরো টিমকেও।
আরও পড়ুন-আগামী ২৩ দিন…! বছর শেষে বাবা ভাঙ্গার ‘সুপ্রিম’ ভবিষ্যদ্বাণী! ‘কোটিপতি’ হবে ৪ রাশি, রকেটের গতিতে আয়-উন্নতি, মিলবে কুবেরের ধন
সম্বর্ধনা অনুষ্ঠানে সাগ্নিকের চমৎকার গিটার এবং তিয়াসার মনোমুগ্ধকর কণ্ঠের মিশ্রণে এক জমজমাট পারফরম্যান্স অনুষ্ঠিত হয়, যা বিদ্যালয়ের সকল উপস্থিতিকে মুগ্ধ করেছে। খুদে গিটারিস্ট সাগ্নিক জানায়, ‘আমাদের বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ আমাদের এরকম ভালবাসা ও আশীর্বাদ জানানোর জন্য।’
advertisement
advertisement
আরও পড়ুন- ‘মহাপ্রলয়’ আসছে…! ২০২৬-এ দুনিয়া কাঁপাবে শনিদেব, সাড়ে সাতি-ঢাইয়া ৩ রাশির জীবন নরক করে ছাড়বে, পদে পদে বিপদ
অন্যদিকে সঙ্গীত শিল্পী তিয়াসা জানায়, ‘নিজের স্কুলে অনুষ্ঠান করতে পেরে আমার খুব ভাল লাগছে। আমি খুবই আনন্দিত।’ স্বপন সুব্রত হাইস্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক নীলোৎপল দত্ত বলেন, ‘আমাদের গর্ব ছোট্ট সাগ্নিক ও তিয়াসার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। পাশাপাশি উপস্থিত প্রত্যেককে ধন্যবাদ জানান তিনি।’ সাগ্নিক ও তিয়াসার এই সাফল্য শুধুমাত্র বিদ্যালয়ের গর্বই নয়, পুরুলিয়ার নামকেও উজ্জ্বল করেছে। তাদের আগামী পথচলা হোক আরও স্বপ্নময়, এই কামনাই রইল।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাংলার গর্ব দুই খুদে, রিয়্যালিটি শো–তে ঝড় তুলছে রকস্টার জুটি সাগ্নিক-তিয়াসা
Next Article
advertisement
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়া
মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল? পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর
  • তারা সুতারিয়া ও বীর পাহাড়িয়ার বিচ্ছেদ !

  • মঞ্চে এপি ধিলোঁর সঙ্গে ‘ঘনিষ্ঠ’ মুহূর্তই কি কাল হল?

  • পাকাপাকি সম্পর্ক শেষ করলেন তারা ও বীর

VIEW MORE
advertisement
advertisement