পুরুলিয়া: পুরুলিয়া মানেই সবার প্রথমে যে কথাটা আমাদের মাথায় আসেই তা হল ছৌ। পুরুলিয়ার শিল্প সংস্কৃতির আঙ্গিনা রঙিন করে থাকে এই ছৌ নিত্য। এই ছৌ নৃত্যের জন্য যে মূল উপকরণের প্রয়োজন তা হল ছৌ মুখোশ। আবারও এই ছৌ মুখোশের জন্য পুরুলিয়া নাম উজ্জ্বল করল জেলার ছেলে ধর্মেন্দ্র সূত্রধর। ছো মুখোশের জন্য তিনি ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয় দ্বারা জাতীয় মেধা পুরস্কারে সম্মানিত হন।
পুরুলিয়া জেলার বাগমুন্ডি ব্লকের চরিদার গ্রামের বাসিন্দারা ধর্মেন্দ্র সূত্রধর। তার বাবা ছিলেন গোপাল চন্দ্র সূত্রধর। তিনিও মুখোশের জন্য বিখ্যাত ছিলেন। পুরুলিয়ার ভূমি পুত্রের এহেন সাফল্যে খুশি গোটা চরিদা গ্রাম। উল্লেখ্য ২৮ ফেব্রুয়ারি, কলকাতার হস্তশিল্প ডেভলপমেন্ট কমিশনারের হাত থেকে ছৌ মুখোশের জন্য জাতীয় মেধা পুরস্কারে সম্মানিত হন শিল্পী ধর্মেন্দ্র সূত্রধর। তারপরেই তিনি বৃহস্পতিবার নিজের গ্রামে ফিরতেই গোটা গ্রাম মেতে ওঠে আনন্দ উৎসবে। বাদ্যযন্ত্র বাজিয়ে ও আবিরে রং লাগিয়ে এক প্রকার উৎসবের চেহারা নেয় গোটা গ্রাম।
আরও পড়ুনঃ Purulia News: ৬ মাস ধরে অচল হয়ে পড়ে জলের পাম্প, গরম পড়তেই নাভিশ্বাস উঠেছে পুরুলিয়ার গ্রামে
এ বিষয়ে শিল্পী ধর্মেন্দ্র সূত্রধর বলেন,"তিনি ছোটবেলা থেকেই মুখোশ তৈরীর কাজ শিখেছেন। পারিবারিকভাবেই এই পেশার সঙ্গে তারা যুক্ত। ২০১৮-তেই তার এই সম্মান পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি। সরকারি নির্দেশ মতো ২৮ ফেব্রুয়ারি তিনি পুরস্কার পেয়েছেন। আগামি দিনে নিজের গ্রামের নাম বিশ্বের দরবারে পৌঁছে দিতে চান তিনি। প্রসঙ্গত, চড়িদা গ্রামের আরেক নাম মুখোশ গ্রাম। এই গ্রামে বসবাস করতেন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত শিল্পী গম্ভীর সিং মুড়া। সেই গ্রামে আরও এক সম্মান জেলার নাম উজ্জ্বল করেছে।
Sarmistha Banerjee
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Chhau Dance, Mask, National Award, Purulia, Purulia news, West bengal