'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা নিয়ে নয়-ছয়! মাথায় হাত ৩০০ উপভোক্তার, কী হতে চলেছে পুরুলিয়ায়

Last Updated:

'হাউসিং ফর অল' প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল। প্রশ্ন উঠছে তাহলে টাকা গেল কোথাও? এই প্রকল্পের অধীনে ৩০০ জনেরও বেশি উপভোক্তা বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান পেলেও প্রায় দু’বছর কেটে যাওয়ার পর এখনও পর্যন্ত বাড়ির কোনও কাজ শুরু করেননি।

+
উপভোক্তাদের

উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ পৌরসভার

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রঘুনাথপুর পৌরসভা এলাকায় ‘হাউসিং ফর অল’ প্রকল্পে বড়সড় অনিয়মের অভিযোগ উঠল। এই প্রকল্পের অধীনে ৩০০ জনেরও বেশি উপভোক্তা বাড়ি নির্মাণের জন্য আর্থিক অনুদান পেলেও প্রায় দু’বছর কেটে যাওয়ার পর এখনও পর্যন্ত বাড়ির কোনও কাজ শুরু করেননি তারা। প্রশ্ন উঠছে তাহলে টাকা গেল কোথাও?
এর ফলে প্রায় তিন কোটি টাকার সরকারি অর্থ কার্যত অকারণে আটকে রয়েছে বলে অভিযোগ রঘুনাথপুর পৌরসভার। এই পরিস্থিতিতে প্রকল্পের অর্থ গ্রহণ করেও কাজ না শুরু করা উপভোক্তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পৌরসভা। রঘুনাথপুর পৌরসভার ১৩টি ওয়ার্ডের মধ্যেই এই ৩০০ জনের বেশি উপভোক্তা রয়েছেন বলে জানিয়েছেন রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরি।
advertisement
advertisement
এই প্রসঙ্গে পুরুলিয়ার রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান তরণী বাউরী জানান, “যারা অনুদানের টাকা নিয়ে বসে আছেন, তাদের প্রত্যেকের বাড়িতে আমি নিজে গিয়ে সার্ভে করেছি এবং বারবার অনুরোধ করেছি বাড়ি তৈরির কাজ শুরু করার জন্য। কিন্তু প্রায় দু’বছর কেটে গেলেও এখনও পর্যন্ত অনেকে কাজ শুরু করেননি। এই কারণে এখন পৌরসভা এলাকায় মাইকিংয়ের মাধ্যমে উপভোক্তাদের আবারও জানান হচ্ছে, আগামী সাত দিনের মধ্যে কাজ শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে, প্রশাসনিক নিয়ম অনুযায়ী তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রঘুনাথপুর পৌরসভার এই সিদ্ধান্তের পর এখন দেখার বিষয় কতজন উপভোক্তা সচেতন হয়ে প্রকল্পের কাজ শুরু করেন এবং ‘হাউসিং ফর অল’ প্রকল্পকে সফলভাবে বাস্তবায়িত করতে পারেন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'হাউসিং ফর অল' প্রকল্পের টাকা নিয়ে নয়-ছয়! মাথায় হাত ৩০০ উপভোক্তার, কী হতে চলেছে পুরুলিয়ায়
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement