Kali Puja 2025: আসানসোলে 'কুরুক্ষেত্র'! দ্বাপর যুগ ফিরে দেখার দারুণ সুযোগ, হচ্ছেটা কী জানলে ছুটে যাবেন

Last Updated:

কুরুক্ষেত্রের এই ঐতিহাসিক যুদ্ধ মহাভারতে রয়েছে। এই যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরের সিংহাসন নিয়ে চলা প্রায় দীর্ঘদিনের লড়াই পাণ্ডব ও কৌরবদের মধ্যে।

+
কালীপুজোর

কালীপুজোর থিম কুরুক্ষেত্র

বার্নপুর, আসানসোল, রিন্টু পাঁজা: দুর্গাপুজো শেষে আসে দীপান্বিতা অমাবস্যা কালীপুজো। এই পুজোতে দুর্গাপুজোর মতোই থিমের বাহারি চমক দেখা যায় বিভিন্ন জায়গায়। যার ফলে মানুষের মনে আকাঙ্ক্ষা থাকে দুর্গাপুজোর মতোই কোন পুজো কমিটি কী থিম করেছে সেই নিয়ে। সেই রকমই এবার আসানসোলে কালী প্রতিমা দর্শন করতে এলে পাবেন পুরাণের কাহিনীর চমক। কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন বিষয় নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপে। কুরুক্ষেত্রের এই ঐতিহাসিক যুদ্ধ মহাভারতে রয়েছে। এই যুদ্ধ হয়েছিল হস্তিনাপুরের সিংহাসন নিয়ে চলা প্রায় দীর্ঘদিনের লড়াই পাণ্ডব ও কৌরবদের মধ্যে। এবার পুরাণের এই সম্পর্কিত বিভিন্ন জিনিস দেখতে পাবেন আপনি আসানসোলের বার্নপুরের এই পুজো মণ্ডপে।
বার্নপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাব পুজো কমিটির সদস্য তাপস চট্টোপাধ্যায় জানিয়েছেন, “দর্শনার্থীদের চমক দিতে আমরা প্রত্যেক বছরই বিভিন্ন রকম থিমের পুজো করি। এবারে এই থিমের পুজো সকলের নজর কাড়বে এবং নতুনত্ব কিছু দেখতে পাবে”।
advertisement
advertisement
পশ্চিম বর্ধমানের আসানসোল মহকুমার অন্তর্গত বার্নপুর পাবলিক ফ্রেন্ডস ক্লাব এবারে ৪১ তম বর্ষে পদার্পন করল। প্রত্যেক বছর তারা নিত্যনতুন থিমের চমক দিয়ে থাকে বার্নপুরবাসীকে। এবারও তারা নতুন থিমের চমক নিয়ে আসতে চলেছে। প্রায় ১০ লক্ষ টাকায় তাঁদের থিমের চমক কুরুক্ষেত্রের যুদ্ধ নিয়ে ফুটিয়ে তোলা হচ্ছে পুজোর মণ্ডপ। কুরুক্ষেত্রের যুদ্ধের বিভিন্ন জিনিস বিশেষ করে অস্ত্রশস্ত্র-সহ আরও বাহারি জিনিস আপনি এই মণ্ডপে এলে দেখতে পাবেন এবং ফিরে যেতে পারবেন সেই পুরনো সময়ে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঁশ, প্লাই, বাটাম, নেট দিয়ে বিভিন্ন কাজ করে ফুটিয়ে তোলা হয়েছে সমগ্র পুজোর মণ্ডপ। এছাড়াও মণ্ডপের বাইরে কাঠের বিভিন্ন কাজ করা হচ্ছে। দর্শনার্থীরা এলেই দেখতে পাবেন এক অন্যরকম পুজোর থিম যা আগে বার্নপুর, আসানসোল শহরের মানুষজন দেখেননি। পাশাপাশি এই পুজোকে ঘিরে বার্নপুর এসএসপি ময়দানে বসে বিরাট একটি মেলা, সেই মেলাতেও ভিড় জমান বহু মানুষ তাই এবারে কালি পুজোতে প্রতিমা দর্শনের পাশাপাশি পাবেন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়কালে ফিরে যাওয়ার সুবর্ণ সুযোগ এবং অপরদিকে থাকছে বিরাট একটি মেলা।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2025: আসানসোলে 'কুরুক্ষেত্র'! দ্বাপর যুগ ফিরে দেখার দারুণ সুযোগ, হচ্ছেটা কী জানলে ছুটে যাবেন
Next Article
advertisement
West Bengal Weather Update: হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?
হাওয়া বদল বাংলায়, বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া, আগামী ক’দিন আবহাওয়া কেমন?
  • হাওয়া বদল বাংলায় !

  • বর্ষা বিদায়ের পর ক্রমশ শুষ্ক আবহাওয়া

  • আগামী ক’দিন কেমন থাকবে আবহাওয়া?

VIEW MORE
advertisement
advertisement