Purulia News: পুরুলিয়া প্ল্যানে 'বামনি ফলস' রাখছেন? আগে জানুন 'গুরুত্বপূর্ণ' নিয়ম, নইলে মিস!

Last Updated:

Purulia News: শুরু হয়েছে পর্যটনের মরশুম। আর এই মরশুমে দিঘা, পুরী, দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটকদের ঢল নামে জঙ্গলমহল পুরুলিয়ায়। কাছে পিঠে উইকেন্ড ডেস্টিনেশনের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জেলা পুরুলিয়া।

+
বামনি

বামনি ফলস পুরুলিয়া

পুরুলিয়া : শুরু হয়েছে পর্যটনের মরশুম। আর এই মরশুমে দিঘা, পুরী, দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা দিয়ে পর্যটকদের ঢল নামে জঙ্গলমহল পুরুলিয়ায়। কাছে পিঠে উইকেন্ড ডেস্টিনেশনের তালিকায় খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জেলা পুরুলিয়া।
জঙ্গলমহলের এই জেলা পর্যটকদের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। পুরুলিয়ার পর্যটন তালিকায় অন্যতম বামনি ফলস। পাহাড় ও ঝর্ণার সংমিশ্রণ রয়েছে এখানে। ফটো সেশনের জন্য আদর্শ এই জায়গা। তাই পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকদের পছন্দের অন্যতম জায়গা বামনি ফলস। ‌পর্যটকেরা বেড়াতে পুরুলিয়া গেলে অবশ্যই লিস্টে রাখেন এই জায়গা।
advertisement
advertisement
কিন্তু অনেক সময়ই পর্যটকেরা এই বামনি ফলস দেখতে এসে ফিরে যান। তার কারণ বামনি ফলস দেখার জন্য নির্দিষ্ট একটি সময় ধার্য করা রয়েছে। এই সময়ের মধ্যে না আসতে পারলে বামনি ফলসের অপরূপ সৌন্দর্য দেখা মিস হয়ে যায় পর্যটকদের। তাই অনেক ক্ষেত্রেই এই সুন্দর মনোরম দৃশ্য চাক্ষুষ করতে পারেন না পর্যটেরা। পুরুলিয়ার বামনি ফলস আসতে গেলে সকাল আটটা থেকে বিকেল চারটের মধ্যে আসতে হবে। কেউ যদি এই সময়ের বাইরে আসে তাহলে তিনি বামনি ফলস দেখতে পারবে না।
advertisement
এ বিষয়ে পর্যটকেরা বলেন, অনেকেই সঠিক সময় জানেন না এই ফলস দেখতে আসার। তাই তাদেরকে ফিরে যেতে হয়। সামান্য সময়ের ব্যবধানেও এই ফলসে ঢুকতে দেওয়া হয় না। তাই অনেক ক্ষেত্রেই মন ভার করে ফিরে যেতে হয় পর্যটকদের। যদি প্রশাসনের পক্ষ থেকে এর জন্য কোনও উদ্যোগ নেওয়া হয় সেই আর্জি জানিয়েছেন তারা। ‌
advertisement
পুরুলিয়ার পর্যটনের তালিকায় রয়েছে নানান পর্যটন কেন্দ্র। তার মধ্যে অন্যতম অযোধ্যা সুন্দরীর এই বামনি ফলস। পুরুলিয়া বেড়াতে আসা পর্যটকেরা তাই লিস্টে অতি অবশ্যই রাখেন এই সুন্দর জায়গাটিকে। তবে সময়সূচী সম্পর্কে অবগত না থাকার কারণে অনেকেই এই ফলস না দেখে ফিরে যান। তাই এবার পুরুলিয়া বেড়াতে আসলে, অতি অবশ্যই জেনে রাখুন ঠিক কোন সময় গেলে দেখতে পাবেন বামনি ফলস।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়া প্ল্যানে 'বামনি ফলস' রাখছেন? আগে জানুন 'গুরুত্বপূর্ণ' নিয়ম, নইলে মিস!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement