Purulia News: পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম, ২৫ বছর ধরে চলছে লড়াই

Last Updated:

Purulia News: দীর্ঘ ২৫ বছর ধরে হারমোনিয়াম তৈরি করে আসছেন পুরুলিয়ার শান্তিরাম দাস বৈষ্ণব। তাঁর আঙুলের ছোঁয়াতেই যেন জন্ম নেয় একেকটি নতুন হারমোনিয়ামের প্রথম সুর। 

+
হারমোনিয়াম

হারমোনিয়াম তৈরিতে ব্যস্ত শান্তিরাম দাস বৈষ্ণব

পুরুলিয়া, শান্তনু দাস: দীর্ঘ ২৫ বছর ধরে হারমোনিয়াম তৈরি করে আসছেন পুরুলিয়ার শান্তিরাম দাস বৈষ্ণব। তাঁর আঙুলের ছোঁয়াতেই যেন জন্ম নেয় একেকটি নতুন হারমোনিয়ামের প্রথম সুর। এখনও পর্যন্ত তিনি নিজের হাতে তৈরি করেছেন প্রায় ৫০০ এর বেশি হারমোনিয়াম, যেগুলো পৌঁছে গেছে পুরুলিয়া, বাঁকুড়া-সহ আশপাশের বিভিন্ন জেলায়।
পুরুলিয়া জেলার কাশীপুরের ছোট্ট একটি দোকান থেকে শুরু হওয়া শান্তিরামের এই পথচলা আজ শুধু অভিজ্ঞতা নয়, তাঁর পরিশ্রম আর দক্ষতার গল্পও বলে। হারমোনিয়ামের প্রতিটি অংশে থাকে তাঁর নিখুঁত মাপজোক, যত্ন আর ভালবাসা। কাঠের টুকরো থেকে শুরু করে বেলো, চাবি, রিড, সবখানেই লেগে থাকে তার শিল্পীসুলভ গভীর নিবেদন। তাই তাঁর তৈরি যন্ত্রে শুধু সুরই জন্ম নেয় না, শোনা যায় তার দীর্ঘ ২৫ বছরের সাধনার প্রতিধ্বনি।
advertisement
advertisement
কাশীপুরের শিউলিবাড়ির বাসিন্দা ৫৩ বছর বয়সী শান্তিরাম দাস বৈষ্ণব বলেন, “নতুন হারমোনিয়ামের প্রথম সুর যখন আমার হাতেই বেজে ওঠে তখন হৃদয়টা ভরে যায়। এক একটা হারমোনিয়াম বানাতে প্রায় ২০ দিন সময় লাগে। পরিশ্রমের তুলনায় পারিশ্রমিক খুব একটা বেশি না মিললেও এই কাজ আমাকে অন্য রকম আনন্দ দেয়।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
আগামী দিনে এই ব্যবসাকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান শান্তিরাম বাবু। তাঁর স্বপ্ন, পুরুলিয়ার মাটিতেই তৈরি হোক দেশের সেরা হারমোনিয়াম, আর সেই সুর পৌঁছে যাক যতদূর সম্ভব। সুর আর সাধনার সেই যাত্রায় তিনি আজও এগিয়ে চলেছেন অবিচল মন নিয়ে। আশা একদিন শিল্পীর স্বপ্ন পূরণ হবে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: পুরুলিয়ার মাটিতেই তৈরি হবে দেশের সেরা হারমোনিয়াম! স্বপ্ন কঠিন হলেও দমে যান নি শান্তিরাম, ২৫ বছর ধরে চলছে লড়াই
Next Article
advertisement
Haryana Basketball Player Death: অনুশীলনের সময় কোর্টেই মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
অনুশীলনের সময় মর্মান্তিক দুর্ঘটনা, হরিয়ানায় জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মৃত্যু!
  • জাতীয় স্তরের বাস্কেটবল খেলোয়াড়ের মর্মান্তিক পরিণতি!

  • অনুশীলনের সময় ভেঙে পড়ল ধাতব পোল৷

  • মৃত্যু হল ১৬ বছর বয়সি বাস্কেটবল খেলোয়াড়ের৷

VIEW MORE
advertisement
advertisement