Indian Railways: উচ্ছেদ নোটিশ পেয়েও মুখে হাসি, রেলের জন্য ঘর ছাড়তেও প্রস্তুত! নদিয়ায় উলট-পুরাণ দেখে বাকরুদ্ধ অনেকেই
- Reported by:Mainak Debnath
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Nadia Indian Railways: রেলের জায়গা ছেড়ে উঠে যেতে হবে তবুও কারও আক্ষেপ নেই। পাশাপাশি নেই থাকার জায়গাও, তবে কেউ কেউ আর কিছুদিন সময় চাইছে জিনিসপত্র-সহ ঘর বাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার জন্যে।
নবদ্বীপ, নদিয়া, মৈনাক দেবনাথ: রেলের জায়গা ছেড়ে উঠে যেতে হবে তবুও কারও আক্ষেপ নেই। পাশাপাশি নেই থাকার জায়গাও, তবে কেউ কেউ আর কিছুদিন সময় চাইছে জিনিসপত্র-সহ ঘর বাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার জন্যে। নবদ্বীপ ঘাট স্টেশন, এই স্টেশন নবদ্বীপবাসী বিশেষ করে নবদ্বীপের স্বরুপগঞ্জ এলাকার বাসিন্দাদের কাছে একটি আবেগ। ২০১০ সাল নাগাদ এই কৃষ্ণনগর থেকে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত চলত ছোটো ট্রেন। তবে ব্রডগেজ করার জন্যে এই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় বেশ কয়েক বছরের জন্য।
পরবর্তিতে দেখা যায় রেলের জায়গা দখল করে অনেকে তাদের বাসস্থান বা দোকান ঘর করেছেন। ধীরে ধীরে ক্ষীণ হয় এই রাস্তা দিয়ে ফের রেল চলার আশা। তবে মানুষের মনে কোথাও একটু হলেও আগুন জ্বলছিল তাই তৈরি হয় নবদ্বীপ ঘাট রেল বাঁচাও কমিটি। সেই কমিটিতে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্বরা তাদের রাজনৈতিক গণ্ডি পেরিয়ে সকলে আন্দোলনের ডাক দেন।
advertisement
advertisement
এই আন্দোলনে সাড়া দিয়ে স্থানীয় রানাঘাট সাংসদ জগন্নাথ সরকারের সহযোগিতায় শুরু হয় কৃষ্ণনগর থেকে আমঘাটা পর্যন্ত রেল। তবে সাধারণ মানুষের দাবি ছিল আমঘাটা নয়, রেল চালাতে হবে নবদ্বীপ ঘাট স্টেশন পর্যন্ত। এরপরেই রেল কর্তৃপক্ষ শুরু করে দেয় কাজ। রেলের জায়গা দখল করে যে সকল বাসিন্দারা বসে আছেন তাদের জায়গা ছাড়ার নোটিশ দিল রেল।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে কোনও ক্ষোভ বিক্ষোভ নেই, রেলের এই নোটিশ নিয়ে। সাধারণ মানুষ এক হাতে নোটিশ নিয়ে জানাচ্ছেন, ‘আমরা রেলের জন্যে আমাদের বাসস্থান ছাড়তেও রাজি।’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Nadia,West Bengal
First Published :
Nov 26, 2025 3:50 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Indian Railways: উচ্ছেদ নোটিশ পেয়েও মুখে হাসি, রেলের জন্য ঘর ছাড়তেও প্রস্তুত! নদিয়ায় উলট-পুরাণ দেখে বাকরুদ্ধ অনেকেই









