Post Office: না আছে এসি, না আছে দালান! ভাড়া নেওয়া মাটির বাড়িতে চলছে পোস্ট অফিস, ৫'জির যুগেও ভরসা এই জায়গা
- Published by:Nayan Ghosh
- hyperlocal
Last Updated:
Purulia Post Office: আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও কালাঝোর গ্রামের এই টালির ছাউনি দেওয়া পোস্ট অফিস স্থানীয়দের যোগাযোগের অন্যতম মাধ্যম।
পুরুলিয়া, শান্তনু দাস: আজকের আধুনিক যুগে দাঁড়িয়ে যখন প্রযুক্তি আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তখনও কিছু স্থানে অতীতের ঐতিহ্য ও সরলতার ছোঁয়া অটুট রয়ে গিয়েছে। ঠিক তেমনই এক ব্যতিক্রমী চিত্র দেখা যায় পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের কালাঝোর গ্রামে। এখানে একটি টালির ছাউনি দেওয়া মাটির বাড়িতে প্রায় দুই শতক ধরে সগর্বে দাঁড়িয়ে রয়েছে একটি গ্রামীণ পোস্ট অফিস।
যা আজও গ্রামবাসীদের প্রধান যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করে চলেছে। এই গ্রামীণ পোস্ট অফিসটি এখনও তার পুরনো রূপ অটুট রেখে গ্রামাঞ্চলের মানুষের চিঠিপত্র আদান-প্রদান, পার্সেল পাঠানো এবং টাকার লেনদেনের মত গুরুত্বপূর্ণ পরিষেবা দিয়ে আসছে। শহরের সঙ্গে যোগাযোগ রাখা হোক বা দূরে থাকা আত্মীয়স্বজনের কাছে খবর পৌঁছে দেওয়া, কালাঝোর গ্রামের মানুষ আজও এই পোস্ট অফিসের ওপরই নির্ভরশীল।
advertisement
advertisement
বর্তমানে এই পোস্ট অফিসের দায়িত্বে রয়েছেন পোস্ট মাস্টার বিজয় মণ্ডল। তিনি জানান, “২০০২ সাল থেকে এই পোস্ট অফিসটি পথ চলা শুরু করে। গ্রামেরই এক বাসিন্দার মাটির বাড়ি ভাড়া নিয়ে শুরু হয়েছিল এর পথচলা। গ্রামীণ এলাকায় কাজ করতে গিয়ে বড় কোনও সমস্যার মুখে পড়তে না হলেও, মাঝেমধ্যে নেটওয়ার্ক সমস্যায় ভুগতে হয় বলে জানান তিনি।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিজয়বাবু আরও জানান, “এই পোস্ট অফিসের মাধ্যমে কালাঝোর গ্রাম ছাড়াও আশেপাশের মোট পাঁচটি গ্রাম এবং দুটি টোলার মানুষ নিয়মিত পরিষেবা পাচ্ছেন।” আধুনিকতার ভিড়ে দাঁড়িয়েও কালাঝোর গ্রামের এই টালির ছাউনি দেওয়া পোস্ট অফিস আজও প্রমাণ করে দেয়, বিশ্বাস, নির্ভরতা আর মানুষের সঙ্গে মানুষের সংযোগের ক্ষেত্রে ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানগুলির গুরুত্ব কখনওই ফুরিয়ে যায় না।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 19, 2025 1:24 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Post Office: না আছে এসি, না আছে দালান! ভাড়া নেওয়া মাটির বাড়িতে চলছে পোস্ট অফিস, ৫'জির যুগেও ভরসা এই জায়গা








