Purulia News: বাংলা পেরিয়ে রাজধানী, নিজেদের দাবি আদায়ে বড় পদক্ষেপ কুড়মিদের!

Last Updated:

Purulia News: আগামী ২৭ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের সামনে ধরনা প্রদর্শনের ডাক দিয়েছে কুড়মি জনজাতি মানুষেরা।

+
দাবি

দাবি আদায়ের জন্য দিল্লির উদ্দেশ্যে কুড়মিরা

পুরুলিয়া: পিছিয়ে পড়া জনজাতির মধ্যে অন্যতম কুড়মি জনজাতির মানুষেরা। বারংবার নিজেদের দাবি আদায়ের লড়াইয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন তারা। কুড়মি জনজাতিকে তপশিলি তালিকাভুক্ত করতে হবে এই দাবিতেই তারা বারংবার পথে নেমে লড়াই আন্দোলন করেছে।
ফের পুনরায় কুড়মি জনজাতিকে তপশিলি তালিকাভুক্ত করার দাবিতে আগামী ২৭ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের সামনে ধরনা প্রদর্শনের ডাক দিয়েছে কুড়মি জনজাতি মানুষেরা। এই দিন পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের পক্ষ থেকে পুরুলিয়ার ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে দিল্লির রাজপথের উদ্দেশ্যে রওনা দেয় বহু মানুষ।
এ বিষয়ে পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের রাজ্য সম্পাদক শুভেন্দু মাহাত বলেন , আগামী ২৭ তারিখ দিল্লীর যন্তর মন্তরের সামনে একটি ধরনা কর্মসূচি আমরা পালন করব। তিন রাজ্যের প্রতিনিধি দলের সদস্যরা আজ থেকেই দিল্লির উদ্দেশ্যে রওনা দিচ্ছে। মূল একটাই দাবি লোকসভা ভোটের পূর্বে টোটেমিক কুড়মিদের তপশিলি তালিকাভুক্ত করতে হবে।
advertisement
advertisement
দীর্ঘদিন ধরে নানান ভাবে নিজেদের দাবি আদায়ের লড়াই চালিয়ে যাচ্ছেন কুড়মি সম্প্রদায়ের মানুষেরা। কিন্তু কোন না কোন ভাবে তাদের সেই দাবি পূরণ হয়ে উঠছে না। তাই পুনরায় তারা নিজেদের দাবি আদায়ের জন্য দিল্লির রাজপথে নামতে চলেছেন। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে তারা সর্বোত্ত ভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement
এই দিন শুধু পুরুলিয়া জেলা নয় , ভিন রাজ্য থেকেও পূর্বাঞ্চল আদিবাসী কুড়মি সমাজের নেতা-কর্মীরা , দিল্লির রাজপথের উদ্দেশ্যে রওনা দেন।
—— শর্মিষ্ঠা ব্যানার্জি
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: বাংলা পেরিয়ে রাজধানী, নিজেদের দাবি আদায়ে বড় পদক্ষেপ কুড়মিদের!
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement