Purulia News: মানুষের গলায় কাক-কোকিল-ছাগলের ডাক, নকল আওয়াজে ছুটে আসে পাখিও! সুবলের নামে ভিড় করে বাচ্চারা

Last Updated:

Purulia News: পুরুলিয়ার ছোট্ট ক্রোশজুড়ি গ্রামের হরবোলা সুবল পরামানিক। তাঁর গলায় পশুপাখির ডাক শুনতে এখনও মুখিয়ে থাকে সবাই।

+
হরবোলা

হরবোলা সুবল পরামানিক

পুরুলিয়া, শান্তনু দাস: কাক থেকে শুরু করে কোকিল, ছাগল থেকে শুরু করে বক কিংবা শুকর, যে কোনও পশু-পাখির ডাক তিনি অবলীলায় নকল করতে পারেন। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ক্রোশজুড়ি গ্রামের বাসিন্দা সুবল পরামানিক এই বিরল প্রতিভার জোরেই আজ সকলের পরিচিত মুখ। পশু-পাখির স্বর নকলের দক্ষতার জন্য তিনি এলাকায় এক নামেই জনপ্রিয়, হরবোলা সুবল পরামানিক।
আজ তার মুখে পশু-পাখির ডাক শুনতে গ্রামের ছোট ছোট বাচ্চারা ভিড় জমায়। শুধু তাই নয়, তার অবিকল পাখির ডাক শুনে ছুটে আসে পাখিও। নিজের প্রতিভা সম্পর্কে হরবোলা সুবল পরামানিক বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে এই প্রতিভা আছে। আজ গ্রামজুড়ে সবাই আমাকে হরবোলা সুবল হিসেবেই চেনে। যখন আমি গ্রামের মধ্যে এই ডাক করি, ছোট ছোট বাচ্চারা আমাকে ঘিরে ভিড় করে।
advertisement
advertisement
তাদের মুখে আনন্দের হাসি দেখলে আমারও ভাল লাগে। আমার ডাকে যদি তাদের মন ভাল হয়, তার চেয়ে বড় আনন্দ আমার আর নেই।” তবে আনন্দের পাশাপাশি সংসারের টানাপোড়েনও রয়েছে। তিনি জানান, “বর্তমানে আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয়। সেলুনের কাজ করি, আবার একটি বাউল দলের সঙ্গেও যুক্ত আছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোনওরকমে সংসার চলে। তবুও চাই, আমার এই প্রতিভা আরও মানুষের কাছে পৌঁছক, আর আমি এইভাবেই গ্রামবাসী ও শিশুদের আনন্দ দিতে পারি।” পুরুলিয়ার ছোট্ট ক্রোশজুড়ি গ্রামের হরবোলা সুবল পরামানিক আজ তাঁর অনন্য প্রতিভার জোরে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সুরে ভরা সেই বিচিত্র পশুপাখির ডাক শুনতে এখনও মুখিয়ে থাকে গ্রামের শিশু থেকে বড় সকলেই।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মানুষের গলায় কাক-কোকিল-ছাগলের ডাক, নকল আওয়াজে ছুটে আসে পাখিও! সুবলের নামে ভিড় করে বাচ্চারা
Next Article
advertisement
Shivraj Patil: প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর, ২৬/১১-ই ছিল জীবনের বিতর্কিত অধ্যায়
প্রয়াত প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল! মৃত্যুকালে বয়স হয়েছিল ৯০ বছর
  • প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শিবরাজ পাটিল

  • মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর৷

  • কংগ্রেস আমলে ২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন

VIEW MORE
advertisement
advertisement