Purulia News: মানুষের গলায় কাক-কোকিল-ছাগলের ডাক, নকল আওয়াজে ছুটে আসে পাখিও! সুবলের নামে ভিড় করে বাচ্চারা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Nayan Ghosh
Last Updated:
Purulia News: পুরুলিয়ার ছোট্ট ক্রোশজুড়ি গ্রামের হরবোলা সুবল পরামানিক। তাঁর গলায় পশুপাখির ডাক শুনতে এখনও মুখিয়ে থাকে সবাই।
পুরুলিয়া, শান্তনু দাস: কাক থেকে শুরু করে কোকিল, ছাগল থেকে শুরু করে বক কিংবা শুকর, যে কোনও পশু-পাখির ডাক তিনি অবলীলায় নকল করতে পারেন। পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকের ক্রোশজুড়ি গ্রামের বাসিন্দা সুবল পরামানিক এই বিরল প্রতিভার জোরেই আজ সকলের পরিচিত মুখ। পশু-পাখির স্বর নকলের দক্ষতার জন্য তিনি এলাকায় এক নামেই জনপ্রিয়, হরবোলা সুবল পরামানিক।
আজ তার মুখে পশু-পাখির ডাক শুনতে গ্রামের ছোট ছোট বাচ্চারা ভিড় জমায়। শুধু তাই নয়, তার অবিকল পাখির ডাক শুনে ছুটে আসে পাখিও। নিজের প্রতিভা সম্পর্কে হরবোলা সুবল পরামানিক বলেন, “জ্ঞান হওয়ার পর থেকেই বুঝতে পেরেছিলাম যে আমার মধ্যে এই প্রতিভা আছে। আজ গ্রামজুড়ে সবাই আমাকে হরবোলা সুবল হিসেবেই চেনে। যখন আমি গ্রামের মধ্যে এই ডাক করি, ছোট ছোট বাচ্চারা আমাকে ঘিরে ভিড় করে।
advertisement
আরও পড়ুন: কালো, নোংরা নর্দমায় দিনরাত চলে খোঁজ, হাঁটু জলে নেমে হয় রান্নার জোগাড়! শিল্পতালুকে কঠিন জীবন সংগ্রাম
advertisement
তাদের মুখে আনন্দের হাসি দেখলে আমারও ভাল লাগে। আমার ডাকে যদি তাদের মন ভাল হয়, তার চেয়ে বড় আনন্দ আমার আর নেই।” তবে আনন্দের পাশাপাশি সংসারের টানাপোড়েনও রয়েছে। তিনি জানান, “বর্তমানে আমাদের পরিবারের আর্থিক অবস্থা তেমন ভাল নয়। সেলুনের কাজ করি, আবার একটি বাউল দলের সঙ্গেও যুক্ত আছি।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কোনওরকমে সংসার চলে। তবুও চাই, আমার এই প্রতিভা আরও মানুষের কাছে পৌঁছক, আর আমি এইভাবেই গ্রামবাসী ও শিশুদের আনন্দ দিতে পারি।” পুরুলিয়ার ছোট্ট ক্রোশজুড়ি গ্রামের হরবোলা সুবল পরামানিক আজ তাঁর অনন্য প্রতিভার জোরে সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাঁর সুরে ভরা সেই বিচিত্র পশুপাখির ডাক শুনতে এখনও মুখিয়ে থাকে গ্রামের শিশু থেকে বড় সকলেই।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Puruliya (Purulia),Puruliya,West Bengal
First Published :
Dec 12, 2025 3:02 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: মানুষের গলায় কাক-কোকিল-ছাগলের ডাক, নকল আওয়াজে ছুটে আসে পাখিও! সুবলের নামে ভিড় করে বাচ্চারা







