Char Dham Yatra: লক্ষ্য দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ ও চারধাম! ফিটনেস-যোগার বার্তা নিয়ে 'মহাযাত্রা'য় আলমোড়ার যুবক, এলেন পুরুলিয়া

Last Updated:

Purulia Char Dham Yatra: বিশেষ বার্তা নিয়ে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও চারধামের পথে দীর্ঘ পদযাত্রায় রওনা দিয়েছেন উত্তরাখণ্ডের বাসিন্দা। পৌঁচেছেন পুরুলিয়ায়।

+
মনোজ

মনোজ পাণ্ডের পদযাত্রা

পুরুলিয়া, শান্তনু দাস: শরীরচর্চা ও যোগব্যায়ামের গুরুত্ব সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে এক অভিনব উদ্যোগ নিয়েছেন উত্তরাখণ্ডের আলমোড়া জেলার বাসিন্দা মনোজ পাণ্ডে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও চারধামকে কেন্দ্র করে তিনি বেরিয়েছেন এক দীর্ঘ পদযাত্রায়।
সেই মহাযাত্রার অংশ হিসেবেই ৪৬ দিন ধরে পথ চলার পর তিনি এসে পৌঁছেছেন পুরুলিয়ায়। গত ৬ অক্টোবর আলমোড়া থেকে এই যাত্রা শুরু করেন মনোজ। ইতিমধ্যেই তিনি কাশী, বেনারস, অযোধ্যা, বৈদ্যনাথধাম এবং বাসুকিনাথ পরিক্রমা সম্পন্ন করেছেন। পুরুলিয়া পেরিয়ে এবার তার গন্তব্য পুরীর জগন্নাথ ধাম।
advertisement
advertisement
উত্তরাখণ্ডের বাসিন্দা মনোজ পাণ্ডে জানান, “এই পদযাত্রার মধ্য দিয়ে তিনি বিভিন্ন স্কুল, কলেজ ও গ্রামে যোগ ও শরীরচর্চার বার্তা পৌঁছে দিচ্ছেন।” মনোজের কথায়, “শরীরকে ফিট রাখাই প্রতিটি মানুষে মূল লক্ষ্য হওয়া উচিত। আমাদের মানবজীবন একটি প্রয়াসের জীবন। তাই আমি জীবনে একটু অন্যরকম কিছু করতে চেয়েছি। সেই ভাবনা থেকেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও চারধামের উদ্দেশ্যে তার এই পদযাত্রা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
উল্লেখযোগ্যভাবে, মনোজ পাণ্ডে দীর্ঘদিন ধরেই তার সৃজনশীল ও উদ্বুদ্ধকারী ভাবনা সারাদেশে ছড়িয়ে দিচ্ছেন। নিজের উদ্যোগের মাধ্যমে তিনি চান, মানুষ যেন জীবনে নতুন কিছু করার অনুপ্রেরণা পায়। শরীরকে সুস্থ রাখা এবং যোগব্যায়ামকে জীবনের অংশ করে তোলার ক্ষেত্রে মনোজের এই অভিনব যাত্রা মানুষের মধ্যে ইতিমধ্যেই সচেতনতা বাড়াচ্ছে। তার প্রচেষ্টা স্মরণ করিয়ে দিচ্ছে, মানবজীবন সত্যিই একটি নিরন্তর প্রয়াসের জীবন, আর সুস্থ দেহ সেই প্রয়াসের প্রথম শর্ত।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Char Dham Yatra: লক্ষ্য দ্বাদশ জ্যোর্তিলিঙ্গ ও চারধাম! ফিটনেস-যোগার বার্তা নিয়ে 'মহাযাত্রা'য় আলমোড়ার যুবক, এলেন পুরুলিয়া
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement