Purulia News: গাছের মগডালে ঝুলছে 'দানব' আকৃতির পাইথন, 'মৃত্যুদূত'-কে দেখেই পিলে চমকে গেল গ্রামবাসীদের, মানবাজারে বিরাট চাঞ্চল্য

Last Updated:

Purulia News: গাছের ডালে বিরাট আকৃতির পাইথন দেখে আতঙ্কিত গ্রামবাসীরা, উদ্ধার করল বনবিভাগের কর্মীরা!

+
বিরাট

বিরাট আকৃতির পাইথন মানবাজারে

মানবাজার, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি : গাছের মগডালে ঝুলছে বিশাল আকারের পাইথন। যা দেখে রীতিমত চক্ষু চড়কগাছ গ্রামবাসীদের। মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার মানবাজার এক নম্বর ব্লকের বাসুডি গ্রামে। স্থানীয় সূত্রে জানা যায়, এইদিন মানবাজার-বাঁকুড়া রোডের পায়রাচালির নিকটবর্তী বাসুডি মোড়ে রাস্তার পাশে একটি গাছের ডালে দেখা যায় বিশাল আকৃতির ওই পাইথনটিকে দেখতে পাওয়া যায়।
সাপটি প্রায় ৮ থেকে ৯ ফুট লম্বা। এরপরেই স্থানীয় বাসিন্দারা খবর দেন বনবিভাগে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় মানবাজার রেঞ্জের বনদফতরের কর্মীরা। উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ওই পাইথনটিকে। তারপরেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। এ বিষয়ে গ্রামের বাসিন্দারা বলেন, তারা হঠাৎ করেই তারা দেখতে পান গাছের মগডালে বিরাট আকৃতির ওই পাইথনটি রয়েছে। ‌এরপরেই গোটা এলাকায় মানুষের ভিড় জমে যায়। খবর পাওয়ার পর বনকর্মীরা ওই জায়গায় এসে দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা করে সাপটিকে উদ্ধার করার।
advertisement
আরও পড়ুন-ভয়ঙ্কর দুঃসময় আসছে…! বক্রী হচ্ছে গ্রহরাজ বুধ, কর্কট -সহ ৩ রাশির কপালে দুঃখের শেষ নেই, জীবন হবে ‘নরক’
অবশেষে গাছ কেটে সাপটিকে নীচে নামান বনকর্মীরা। তারপর সাপটিকে উদ্ধার করে নিয়ে যান তারা। ‌এত বিরাট আকৃতির পাইথন দেখে এলাকাবাসীরা অনেকটাই আতঙ্কের মধ্যে পড়ে গিয়েছিলেন। বিরাট আকৃতির এই পাইথনটিকে দেখতে বহু মানুষ ভিড় করেন ওই এলাকায়। মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয় এত ‌বৃহৎ আকৃতির এই সাপটিকে দেখে।
advertisement
advertisement
আরও পড়ুন-নববর্ষেই বাম্পার ‘জ্যাকপট’…! সূর্য-মঙ্গলের রাজকীয় সংযোগে কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড, ভাগ্য চমকাবে মেষ-সহ ৪ রাশির, উপচে পড়বে ব্যাঙ্ক ব্যালেন্স
যদিও সঠিক সময় ঘটনাস্থলে পৌঁছায় বনবিভাগের কর্মীরা। তারা ওই পাইথনটিকে উদ্ধার করে নিয়ে যাওয়ার পর তার স্বাস্থ্য পরীক্ষা করেন। শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সাপটিকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে বনবিভাগ সূত্রে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: গাছের মগডালে ঝুলছে 'দানব' আকৃতির পাইথন, 'মৃত্যুদূত'-কে দেখেই পিলে চমকে গেল গ্রামবাসীদের, মানবাজারে বিরাট চাঞ্চল্য
Next Article
advertisement
Success Story: বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন
বাবা-মা সরকারি অফিসার, মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থানে, এবার ২ কোটি টাকার পুরস্কারও পেলেন
  • বাবা-মা সরকারি অফিসার

  • মেয়ে UPSC পরীক্ষায় শীর্ষস্থান দখল করেছেন

  • এবার ২ কোটি টাকার পুরস্কারও পেয়েছেন

VIEW MORE
advertisement
advertisement