Purulia News: আকাশ থেকে ফাঁকা জমিতে পড়ল অদ্ভুত 'ইলেক্ট্রনিক ডিভাইস', কী ওটা? শোরগোল গোটা এলাকায়!

Last Updated:

Purulia News: হঠাৎই আকাশ থেকে ফাঁকা মাটিতে এসে পড়ল ইলেকট্রনিক ডিভাইস। পড়েছে তার-সহ দুটি ইলেক্ট্রনিক ডিভাইস, যা দেখে রীতিমতো আতঙ্কিত পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লেদামহুল গ্রামের বাসিন্দারা। ফাঁকা মাঠে এই ইলেকট্রনিক্স ডিভাইস উদ্ধার ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।

+
অজানা

অজানা ডিভাইসে আতঙ্ক

পুরুলিয়া : হঠাৎই আকাশ থেকে ফাঁকা মাটিতে এসে পড়ল ইলেকট্রনিক ডিভাইস। পড়েছে তার-সহ দুটি ইলেক্ট্রনিক ডিভাইস, যা দেখে রীতিমতো আতঙ্কিত পুরুলিয়ার পুঞ্চা ব্লকের লেদামহুল গ্রামের বাসিন্দারা। ফাঁকা মাঠে এই ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার ঘিরে ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য।
দেখা যায় ডিভাইস দুটি মাটিতে পড়ে থাকলেও ডিভাইসের তার আটকে আছে গাছের ডালে। তৎক্ষণাৎ এলাকার মানুষজন খবর দেন স্থানীয় পুঞ্চা থানায়। ঘটনাস্থলে পৌঁছয় পুঞ্চা থানার পুলিশ। গোটা এলাকা ঘিরে ফেলেন পুলিশ কর্মীরা। অনুমান করা হয় এই ডিভাইসের তারগুলি আকাশ থেকেই পড়েছে।
advertisement
advertisement
তবে কোথা থেকে এল এই ডিভাইস? কেনই বা আকাশ পথে এই ডিভাইস মাটিতে পড়ল তা নিয়ে বেশ খানিকটা উদ্বিগ্ন হতে দেখা যায় সকলকে। এরপর পুরুলিয়া থেকে অতিরিক্ত পুলিশ সুপারের তত্ত্বাবধানে বিশাল পুলিশ বাহিনী ও বিশেষজ্ঞ টিম ঘটনাস্থলে পৌঁছয়। তার-সহ ইলেকট্রনিক ডিভাইস উদ্ধার করেন তাঁরা। পুলিশের প্রাথমিক অনুমান এই ডিভাইস আবহাওয়া দফতরের যন্ত্র হতে পারে।
advertisement
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার অবিনাশ জোধায়ার বলেন, “এলাকার মানুষদের কাছে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছই। ওই ডিভাইসটি উদ্ধার করা হয়েছে। এতে কারুর কোনও ক্ষতি হয়নি। ‌ আমরা তদন্ত করে দেখছি এই ডিভাইস কোথা থেকে এল। তবে প্রাথমিকভাবে আমাদের কাছে যা তথ্য রয়েছে এটা আবহাওয়া দফতরের কোনও যন্ত্র হতে পারে। অযথা এই ডিভাইস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
advertisement
এ বিষয়ে এলাকার এক বাসিন্দা কার্তিক সহিস বলেন, হঠাৎ অজানা এই ডিভাইস দেখে তারা আতঙ্কিত হয়ে পড়েছেন। দেশে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তারপর তাদের গ্রামে এই ডিভাইস এতে কিছুটা হলেও ভয় পেয়েছেন তারা। তাই তারা পুলিশে খবর দেন।
পুলিশ এসে ডিভাইস দুটি উদ্ধার করে নিয়ে গিয়েছে। যদিও পুলিশি আশ্বাস মিলেছে এই ডিভাইসকে নিয়ে আতঙ্কিত না হওয়ার জন্য। ‌বর্তমানে ওই ডিভাইস পুঞ্চা থানার তত্ত্বাবধানে রয়েছে বলে জানা গিয়েছে। যদিও অজানা এই ডিভাইসকে ঘিরে এলাকার মানুষের মধ্যে বেশ খানিকটা আতঙ্কের সৃষ্টি হয়েছে। তদন্ত জারি রেখেছে পুলিশ।
advertisement
শর্মিষ্ঠা বন্দ্যোপাধ্যায়
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News: আকাশ থেকে ফাঁকা জমিতে পড়ল অদ্ভুত 'ইলেক্ট্রনিক ডিভাইস', কী ওটা? শোরগোল গোটা এলাকায়!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement