কালীপুজোয় থিমের মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা! কিন্তু এই পুজোর মূলআকর্ষণ মহাদেব! কোথায় হয় জানুন

Last Updated:

Kali Puja 2025 : সারা বঙ্গ যখন শ্যামার আরাধনায় মেতে উঠেছে, তখন জঙ্গলমহল পুরুলিয়ার একাংশ মানুষ মেতে ওঠে দেবাদিদেব মহাদেবের আরাধনায়।

+
পুরুলিয়ার

পুরুলিয়ার শিবপুজো

পুরুলিয়া , শর্মিষ্ঠা ব্যানার্জি : সারা বঙ্গ যখন শ্যামার আরাধনায় মেতে উঠেছে, তখন জঙ্গলমহল পুরুলিয়ার একাংশ মানুষ মেতে ওঠে দেবাদিদেব মহাদেবের আরাধনায়। শুনতে অবাক লাগলেও বিগত ৬৮ বছর ধরে এই ভাবেই কালীপুজোর সময়তে শিব পুজো হয়ে থাকে পুরুলিয়ার নামোপাড়ায়। ‌পুজো করুন কমিটির উদ্যোগে ও নামোপাড়া ষোলআনা কমিটির পরিচালনায় এই পুজো হয়ে আসছে।
কাতারে কাতারে মানুষের সমাগম দেখা যায় এই শিব পুজোকে কেন্দ্র করে। থিমের সাজে সেজে ওঠে পুজো মণ্ডপ। ‌মা কালীর আরাধনার পাশাপাশি মহাদেবের আরাধনা করতে দেখা যায় শহরবাসীদের। এ বিষয়ে এই পুজো কমিটির সদস্য অনির্বাণ অধিকারী বলেন, তিনি ছোটবেলা থেকেই এই পুজো দেখে আসছেন। তাদের পূর্বপুরুষদের আমল থেকে এই পুজো হচ্ছে। বাবা কাকাদের থেকে তিনি শুনেছিলেন ৬৮ বছর আগে এলাকার ছোট ছোট শিশুরা এই পুজো সূচনা করেছিল।
advertisement
advertisement
সেই সময় বৃহৎকারে এই পুজো হত না। বর্তমানে এই পুজোর জৌলুস অনেক বেড়েছে। বহু ভক্তের সমাগম হয়। বাবা কাকাদের আমলে শুরু হওয়া এই পুজো তারা এই ভাবেই চালিয়ে যাচ্ছেন। তিনি আশা রাখছেন আগামী প্রজন্মের ছেলেমেয়েরাও এই পুজো করবে। এ বিষয়ে পুজো মণ্ডপে আসা দর্শনার্থীরা বলেন, দীর্ঘদিন থেকে তারা এই পুজো দেখে আসছেন। সারা বছর তাঁরা এই পুজোর অপেক্ষায় থাকেন।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কালীপুজোর সময়ে শিব পুজো, এটাই এই পুজোর ঐতিহ্য। জেলা জুড়ে বিভিন্ন জায়গাতে থিমের কালীপুজো হতে দেখা যায়। ঠিক একইভাবে পুরুলিয়ার নামোপাড়ায় এই অভিনব শিব পুজো হতে দেখা যায়। আট থেকে আশি সকল বয়সী মানুষের ভিড় থাকে চোখে পড়ার মতো। নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকে এই পুজো মণ্ডপ প্রাঙ্গণে। ভোলেনাথের আরাধনায় মেতে ওঠেন সকলে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কালীপুজোয় থিমের মণ্ডপ, চোখ ধাঁধানো আলোকসজ্জা! কিন্তু এই পুজোর মূলআকর্ষণ মহাদেব! কোথায় হয় জানুন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement