Elephant Attack: জঙ্গলে বুনো হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু! ২৪ ঘণ্টার মধ্যে মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পুরুলিয়া বনবিভাগের

Last Updated:

Purulia Elephant Attack: জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হাতির মুখোমুখি হয়ে প্রাণ হারান এক বৃদ্ধা। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হাতির আক্রমণে মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল পুরুলিয়া জেলা বনবিভাগ।

হাতির আক্রমণে মৃতা বৃদ্ধার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ
হাতির আক্রমণে মৃতা বৃদ্ধার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ
পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জি: জঙ্গলে কাঠ কুড়াতে গিয়ে হাতির মুখোমুখি হয়ে প্রাণ হারান এক বৃদ্ধা। বুনো দাঁতাল শুঁড়ে করে আছাড় মারে ওই বৃদ্ধাকে। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে হাতির আক্রমণে মৃতার পরিবারকে পাঁচ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিল পুরুলিয়া জেলা বনবিভাগ।
প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর বন্য হাতির আক্রমণে মর্মান্তিক মৃত্যু হয় পুরুলিয়ার ঝালদা রেঞ্জের অধীনে ডাকাই গ্রামের বাসিন্দা বাদোবালা গোপে নামে ৬২ বছর বয়সী এক বৃদ্ধার। হঠাৎই একটি বুনো হাতির আক্রমণের জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয় বৃদ্ধার
আরও পড়ুনঃ কলকাতার আদলে পুরুলিয়ায় ক্রিসমাস কার্নিভাল! বড়দিন থেকে বর্ষবরণ উৎসবের বিরাট আয়োজন, রইল ঝলক
এই ঘটনার পর এলাকাজুড়ে শোরগোল পড়ে যায়। আতঙ্কের মধ্যে রয়েছেন অন্যান্য গ্রামবাসীরা। এই ঘটনার পর সরকারি নির্দেশিকা অনুযায়ী, বন্যপ্রাণীর আক্রমণে মৃত্যুর ক্ষতিপূরণ হিসাবে মৃতার স্বামী শ্রী গোলক গোপেকে ৫ লক্ষ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয় পুরুলিয়া বনবিভাগের পক্ষ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ গভীর রাতে দুর্ঘটনার কবলে ৪ বন্ধু! দাঁড়িয়ে থাকা লরিতে পরপর ধাক্কা বাইক ও স্কুটির, মৃত ২, নকশালবাড়িতে শোকের ছায়া
বন দফতর সূত্রে জানা গিয়েছে, অযোধ্যা পাহাড়, ঝালদা, বাঘমুন্ডি, আড়শা ও জেলার সীমানা লাগোয়া ঝাড়খণ্ডের জঙ্গলে এই মুহূর্তে শাবক-সহ প্রায় ৪১টি হাতি রয়েছে। ঝালদার সীমানা লাগোয়া কলমার ওপারে ঝাড়খণ্ডের জঙ্গলে বৃহস্পতিবার ১৮টি হাতির অবস্থান জেনে এই দলটিকে নজরে রাখা হয়েছিল। কিন্তু ঝাড়খণ্ডের রামগড়ের দিক থেকে একটি দলছুট হাতি রাতের দিকে কোটশিলা হয়ে ঝালদার খামারের জঙ্গলে ঢুকে পড়ায় এই বিপত্তির সৃষ্টি হয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুরুলিয়া জেলার বিভিন্ন বনসংলগ্ন এলাকায় বন্য হাতির উপদ্রব বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে। যদিও প্রশাসন ও বনবিভাগের পক্ষ থেকে বাড়তি নজরদাড়ির ব্যবস্থা করা হয়েছে।
এইদিন ক্ষতিপূরণের চেক প্রদান করার সময় উপস্থিত ছিলেন এডিএফও সায়নী নন্দী, বাঘমুন্ডি বিধানসভার বিধায়ক সুশান্ত মাহাতো, ঝালদা থানার আইসি, বন ও ভূমি স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ, সংশ্লিষ্ট বন আধিকারিকরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা। তাঁরা সকলেই মৃতার পরিবারের প্রতি সমবেদনা জানান এবং ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Elephant Attack: জঙ্গলে বুনো হাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু! ২৪ ঘণ্টার মধ্যে মৃতার পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ পুরুলিয়া বনবিভাগের
Next Article
advertisement
ISF Left Front Alliance Talk: বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
বিধানসভা ভোটে বামেদের সঙ্গেই জোট চায় আইএসএফ, আলিমুদ্দিনে আলোচনার পর জানালেন নওশাদ!
  • বাম-আইএসএফ জোট আলোচনা শুরু৷

  • আলিমুদ্দিন স্ট্রিটে বৈঠকে নওশাদ সিদ্দিকি৷

  • বৈঠকে উপস্থিত ছিলেন বিমান বসু, মহম্মদ সেলিম৷

VIEW MORE
advertisement
advertisement