Durga Puja 2025 : দুবাই নয়, এবার পুরুলিয়ায় দেখুন স্বামী নারায়ণ মন্দির! দর্শকদের জন্য রইল সব তথ্য

Last Updated:

Purulia Durga Puja 2025 : পুরুলিয়ার নিতুড়িয়ার ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন কমিটির দুর্গাপুজোর থিম দুবাইয়ের স্বামী নারায়ন মন্দির।

+
ভামুরিয়ার

ভামুরিয়ার পুজো মণ্ডপ

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার অন্যতম জনপ্রিয় ও বিগ বাজেটের দুর্গাপুজোগুলির মধ্যে একটি নিতুড়িয়ার ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজো। প্রতি বছরের মত এবারও এই পুজোতে থাকছে অভিনব থিম ও দৃষ্টিনন্দন মণ্ডপসজ্জা, যা দর্শনার্থীদের মন জয় করতে চলেছে। দুবাইয়ের স্বামী নারায়ন মন্দিরের আদলে এবার তৈরি করা হচ্ছে পুজোর থিম। এই থিমে নির্মিত মণ্ডপ হবে অত্যন্ত দৃষ্টিনন্দন ও বৈচিত্র্যে ভরপুর।
মণ্ডপসজ্জার পাশাপাশি প্রতিমায় থাকবে অভিনবত্বের ছোঁয়া যা ভিন্ন মাত্রা যোগ করবে এই পুজোয়। এবছর এই পুজো পদার্পণ করতে চলেছে ১৬ তম বর্ষে। পুজোর বাজেট ধরা হয়েছে প্রায় ১৯ লক্ষ টাকা। পুজো কমিটির সম্পাদক হীরালাল মাজি বলেন, প্রতিবছরই আমরা দর্শনার্থীদের নতুন কিছু উপহার দেওয়ার চেষ্টা করি। এবছর সেই প্রচেষ্টারই ধারাবাহিকতায়, দুবাইয়ের স্বামী নারায়ণ মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে।
advertisement
আরও পড়ুন : এতদিন খাতায় চলছিল কারসাজি, এবার অনলাইনে মাটি অর্ডার! ছোট্ট মেয়ের কাণ্ড দেখে অবাক হবেন
বর্তমানে জোরকদমে এগিয়ে চলেছে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপূজোর মণ্ডপ নির্মাণের কাজ। কাঁথি থেকে আগত দক্ষ শিল্পীদের নিপুণ হাতের ছোঁয়ায় ধীরে ধীরে রূপ নিচ্ছে এক অপূর্ব শৈল্পিক সৃষ্টির দৃশ্যপট। বাঁশ, কাঠ, রোলা, স্পঞ্জ, প্লাইসহ নানা উপকরণ দিয়ে দুবাইয়ের স্বামী নারায়ন মন্দিরের আদলে গড়ে উঠছে পুজো মণ্ডপ।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বিশাল বাজেট, চমকপ্রদ থিম, নিখুঁত শিল্পকর্মে গাঁথা মণ্ডপ ও অলঙ্কারময় প্রতিমা, সব মিলিয়ে ভামুরিয়া বাথানেশ্বর সার্বজনীন দুর্গাপুজো এবছরও পরিণত হতে চলেছে জেলার অন্যতম আকর্ষণীয় ও মনোমুগ্ধকর পুজো মণ্ডপে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025 : দুবাই নয়, এবার পুরুলিয়ায় দেখুন স্বামী নারায়ণ মন্দির! দর্শকদের জন্য রইল সব তথ্য
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement