Purulia News : রাষ্ট্রীয় একতা দিবসে স্ট্যাচু অফ ইউনিটির সামনে পুরুলিয়ার ছৌ-শিল্পীদের নাচ!
- Reported by:SARMISTHA BANERJEE BAIRAGI
- hyperlocal
- Published by:Sovan Goswami
Last Updated:
পুরুলিয়ার ছৌ নৃত্য সুনাম কুরালো ভিন রাজ্যেও, শুনুন কি বলছেন ছৌ-নৃত্য শিল্পীরা!
পুরুলিয়া : ২০১৪ সাল থেকে প্রতিবছরই মহা ধুমধাম এর সঙ্গে পালিত হয় রাষ্ট্রীয় একতা দিবস। সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে এই দিনটি উদযাপন করা হয় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আর এ বছর রাষ্ট্রীয় একতা দিবসের অনুষ্ঠানে অসম্ভব সুন্দর ছৌ নৃত্য পরিবেশন করে পুরুলিয়ার নাম উজ্জ্বল করেছে বালিগাড়া প্রভুর নিত্যানন্দ কীর্তন ও ছৌ নৃত্য সমিতি।
গুজরাটের নর্মদা স্ট্যাচু অফ ইউনিটি একতানগরে সর্দার বল্লভ ভাই প্যাটেলের জন্মদিন উপলক্ষে যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল সেখানে যোগ দিয়েছিলেন পুরুলিয়ার এই ছৌ-শিল্পীরা। তাদের নৃত্যকলার জন্য যথেষ্টই সুনাম কুড়িয়েছেন তারা। দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে এই ছৌ নৃত্য দল বিভিন্ন জায়গায় নৃত্য পরিবেশন করছে। এই প্রথমবার তারা কেন্দ্রীয় সরকারের কোনও অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে নিজেদের শিল্পকলাকে উপস্থাপন করতে পেরেছেন।
advertisement
advertisement
এ বিষয়ে ছৌ নৃত্য শিল্পীরা জানান , সারা ভারতের প্রতিটি রাজ্য থেকে বিভিন্ন শিল্পীরা তাদের শিল্প সংস্কৃতিকে তুলে ধরতে এই অনুষ্ঠানে যোগদান করেছিলেন। পশ্চিমবঙ্গের প্রত্যন্ত জেলা পুরুলিয়া ছৌ নৃত্য সেখানে জায়গা করে নিতে পেরেছে। তারা ১৫ জনের একটি দল গত ২৪ শে অক্টোবর পুরুলিয়া থেকে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেয়। তাদের ছৌ নৃত্য সেখানকার মানুষদের মনে জায়গা করে নিয়েছে। অনুষ্ঠান শেষে তিন নভেম্বর তারা পুরুলিয়া ফিরে আসেন। তাদের জন্য সরকারিভাবে সবরকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এই অনুষ্ঠানে যোগদান করতে পেরে তারা ভীষণই খুশি। আগামী দিনে এই ধরনের আরও অনুষ্ঠানে যোগদান করার ইচ্ছা প্রকাশ করেন তারা।
advertisement
সর্দার বল্লভ ভাই প্যাটেলের ১৪৮ তম জন্মবার্ষিকী পালিত হল এ বছর। ২০১৪ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই দিনটির সূচনা করেছিলেন। তারপর থেকে প্রতিবছর ৩১ শে অক্টোবর সর্দার বল্লভ ভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এই দিনটি পালিত হয়ে আসছে। এ-বছর সেই অনুষ্ঠানে পুরুলিয়ার ছৌ নৃত্য শিল্পীরা জায়গা করে নিতে পেরেছে।
advertisement
শর্মিষ্ঠা ব্যানার্জি
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Nov 04, 2023 5:56 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purulia News : রাষ্ট্রীয় একতা দিবসে স্ট্যাচু অফ ইউনিটির সামনে পুরুলিয়ার ছৌ-শিল্পীদের নাচ!









