Raas Utsav: আগেই ঘুচেছে 'ভূতুড়ে' তকমা! রাস উৎসবে সেজে উঠল বেগুনকোদর, প্রায় ৩০০ বছর পুরনো মন্দিরে ভক্তদের ঢল, দেখুন ভিডিও

Last Updated:

Raas Utsav: এখানকার তথাকথিত 'ভুতুড়ে' রেল স্টেশনের জন্য বেগুনকোদরের সঙ্গে অনেকেই পরিচিত। যদিও এখন সেই বদনাম ঘুচেছে। এবার রাস উৎসব ঘিরে এখানে উৎসবের মেজাজ। সেজে উঠেছে গোটা এলাকা।

+
বেগুনকোদরের

বেগুনকোদরের রাস উৎসব

ঝালদা, পুরুলিয়া, শর্মিষ্ঠা ব্যানার্জিঃ ঐতিহ্য ও ভক্ত সমাগমে সেজে উঠেছে বেগুনকোদরের রাসমঞ্চ। বহু প্রাচীন এই রাস উৎসব। প্রায় ৩০০ বছরের পুরনো এই রাস মন্দির বহু ইতিহাসের সাক্ষী। এখানে রাধা-গোপীনাথজি পূজিত হন। প্রতিবছরই মহা ধুমধামের সঙ্গে পুরুলিয়ার কোটশিলার বেগুনকোদরে রাস উৎসব পালিত হয়। দূরদূরান্তের ভক্তরা এই রাস উৎসবে মিলিত হন। ‌
এখানকার তথাকথিত ‘ভুতুড়ে’ রেল স্টেশনের জন্য বেগুনকোদরের সঙ্গে অনেকেই পরিচিত। যদিও এখন সেই বদনাম ঘুচেছে। বরং এই প্রাচীন রাস উৎসবের জন্য এর যথেষ্ট সুনাম রয়েছে। কোটশিলার বেগুনকোদর স্কুল ময়দানে আনুষ্ঠানিকভাবে এই রাস উৎসবের সূচনা হয়। এখানে ৫ দিন ব্যাপী রাস উৎসব ও রাস মেলা পালিত হয়। সেই সঙ্গেই নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন হয়। ‌
advertisement
আরও পড়ুনঃ পুরুলিয়ার দুই রত্ন! দ্রোণাচার্য পুরস্কারে সম্মানিত হলেন জেলার দুই শিক্ষক, কারণ জানলে গর্বে বুক ভরে যাবে
কমিটির পক্ষ থেকে জানা গিয়েছে, বহু প্রাচীন এই রাস। ৫ দিন ধরে নানা উৎসবের আয়োজন করা হয়। ছৌ, ঝুমুর, যাত্রা সহ নানা লোক উৎসব হয়। কাতারে কাতারে ভক্ত উপস্থিত হন।
advertisement
এই বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি নিবেদিতা মাহাতো বলেন, পুরুলিয়ার ঐতিহ্য এই রাস মহোৎসব। বহু প্রাচীন এই মন্দির। ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে এই মন্দিরের সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা খুবই আনন্দিত। এতে এই উৎসবের আনন্দ আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বাঙালির বারো মাসের তেরো পার্বণের মধ্যে অন্যতম হল রাস। সারা বছর এই উৎসবের জন্য অধীর আগ্রহে বেগুনকোদর এলাকার মানুষেরা অপেক্ষা করেন। স্থানীয়দের কাছে ‌এই উৎসবের আলাদা মাধুর্য রয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Raas Utsav: আগেই ঘুচেছে 'ভূতুড়ে' তকমা! রাস উৎসবে সেজে উঠল বেগুনকোদর, প্রায় ৩০০ বছর পুরনো মন্দিরে ভক্তদের ঢল, দেখুন ভিডিও
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement