Durga Puja 2025: রেল শহরে ইসকন মন্দির! ১৫ লক্ষ বাজেটের মেগা হিট মণ্ডপ, দেখার সুযোগ না হয়ে থাকলে দেখে নিন

Last Updated:

শ্রীকৃষ্ণভাবনামৃত আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই থিমে তৈরি হয়েছে এক বিশাল ও শৈল্পিক মণ্ডপ যা দর্শনার্থীদের নিয়ে যাবে মায়াপুরের পবিত্র পরিবেশে। 

+
পুজোর

পুজোর থিমে ইসকন মন্দির

পুরুলিয়া, শান্তনু দাস: পুরুলিয়া জেলার রেলশহর আদ্রার সবচেয়ে আলোচিত ও সমৃদ্ধ দুর্গাপুজোগুলোর মধ্যে একটি হল কমলাস্থান সার্বজনীন দুর্গাপুজো। চমকপ্রদ থিম, নিখুঁত শৈল্পিকতা এবং সুচিন্তিত মণ্ডপ নির্মাণের জন্য পুজোটি প্রতি বছরই দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। এবছর এই পুজোটি প্রবেশ করল তার গৌরবময় ৪৫ তম বর্ষে। এই বিশেষ বছরে কমলাস্থান পুজো কমিটি চমকপ্রদ থিম ও সৃজনশীল মণ্ডপ নির্মাণের মাধ্যমে দর্শনার্থীদের মন জয় করেছে। এবারের পুজোর থিম, ‘মায়াপুরের ইসকন মন্দির’।
শ্রীকৃষ্ণভাবনামৃত আন্দোলনের আদর্শে অনুপ্রাণিত এই থিমে তৈরি হয়েছে এক বিশাল ও শৈল্পিক মণ্ডপ যা দর্শনার্থীদের নিয়ে যাবে মায়াপুরের পবিত্র পরিবেশে। মণ্ডপের কাঠামো, অলংকরণ ও আলোকসজ্জায় রয়েছে ইসকন স্থাপত্যের নিখুঁত প্রতিফলন। এবারের পুজোর বাজেট প্রায় ১৫ লক্ষ টাকা। সেই অনুযায়ী, মণ্ডপের জাঁকজমক, প্রতিমার সৌন্দর্য, আলোকসজ্জা এবং আয়োজনেও রয়েছে রাজকীয় ছোঁয়া। মণ্ডপ নির্মাণে শুধু বাহ্যিক সৌন্দর্যই নয়, দর্শনার্থীদের মনে আধ্যাত্মিক অনুভব জাগানোর দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
advertisement
advertisement
পুজো কমিটির সদস্যরা বলেন, “প্রতি বছর আমরা চেষ্টা করি জেলার মানুষদের জন্য নতুন কিছু উপহার দিতে। এবছর মায়াপুরের ইসকন মন্দিরের আদলে থিম নির্মাণ করে আমরা চেয়েছি দর্শনার্থীদের এক অনন্য, স্মরণীয় অভিজ্ঞতা দিতে। আমাদের দৃঢ় বিশ্বাস, এই পুজো সবার হৃদয়ে ছাপ ফেলবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
৪৫ বছরের এই ঐতিহ্যবাহী দুর্গোৎসব শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি আদ্রার এক জীবন্ত সংস্কৃতি। এবারে সেই সংস্কৃতিতে যুক্ত হয়েছে ভক্তি, ভাবনা ও শিল্পের অপূর্ব মেলবন্ধন।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Durga Puja 2025: রেল শহরে ইসকন মন্দির! ১৫ লক্ষ বাজেটের মেগা হিট মণ্ডপ, দেখার সুযোগ না হয়ে থাকলে দেখে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ ! সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা
  • সাগরে ঘনাচ্ছে নিম্নচাপ !

  • সপ্তাহান্তে বঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা

  • তবে আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই

VIEW MORE
advertisement
advertisement