বর্ধমানের বাদামতলার পূর্ণিমা পালের দু'হাতে এবার তৈরি হয়েছে ১৮টি দশহাতের গল্প
Last Updated:
বর্ধমানের বাদামতলার পূর্ণিমা পালের দু'হাতে এবার তৈরি হয়েছে ১৮টি দশহাতের গল্প
#বর্ধমান: যে সৃষ্টি করে, অশুভকে ধ্বংস করে। সেই তো আজকের দুর্গা। আমরা দশভূজার পুজো করি। তবে আমাদের চারিদিকে এরকম অনেক দশভূজাই ছড়িয়ে রয়েছেন। যাঁরা সারা বছরই দশ হাতে সামলাচ্ছেন সব দিক। তৈরি করছেন অনন্য নজির। বাংলার দশভূজায় আজ বর্ধমানের বাদামতলার প্রতিমাশিল্পী পূর্ণিমা পােলর কথা। তাঁর দু’হাতের শক্তি গর্জায় দশহাতে ।
বেলা গড়িয়ে সন্ধে নামে। ম্লান হয়ে আসে সূর্যের আলো। ক্লান্তি নামে না তাঁর দু’চোখে। প্রাণশক্তির আলোকছটায় আঁধো আলো ছায়া মাখা কারখানাটা উজ্জ্বল হয়ে ওঠে। খড় কাঠামোয় মাটির পরত লাগে। রক্তমাংসের দূর্গার হাতে প্রাণ পান মহিষাসুর মর্দিনী। তাল তাল কাদামাটি ডলে মচড়ে বাগে এনে ফেলেন বিরাট অসুরকে। মায়ের কেশরাশি পাটে পাটে সাজাতেও সমান নিপুণ তিনি।
advertisement
বর্ধমানের বাদামতলার পূর্ণিমা পালের দু’হাতে এবার তৈরি হয়েছে ১৮টি দশহাতের গল্প। প্রতিমাশিল্পী স্বামীর পাশে দাঁড়াতেই এগিয়ে এসেছিলেন। অনটনের সংসারে শ্রমিক রাখার সামর্থও ছিল না। তাই প্রতিমা তৈরির বরাত মিললেও সময়ে শেষ করতে না রায় ফসকে যেত সুযোগ। সংসার, রান্নাবান্না সামলে বারো বছর পর প্রতিমা তৈরির সমস্ত কাজ তাঁর নখদর্পণে।
advertisement
প্রথমদিকে আপত্তি জানিয়েছিলেন স্বামী। অনটনের অসুর বধে রুখে দাঁড়িয়েছিলেন পূর্ণিমা। এখন পূর্ণিমার সাফল্যে গর্বিত স্বামীও।
advertisement
পূর্ণিমার হাতের যাদুতেই সিংহের দু’চোখে ফুটে ওঠে হুংকার-গর্জন। ঘুপচি কারখানায় গর্জে ওঠেন দশভূজাও। শব্দে নয়। প্রতিভায় আর সৃষ্টিতে।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 19, 2017 7:39 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বর্ধমানের বাদামতলার পূর্ণিমা পালের দু'হাতে এবার তৈরি হয়েছে ১৮টি দশহাতের গল্প