হোম /খবর /দক্ষিণবঙ্গ /
আকাশছোঁয়া জ্বালানির দাম, প্রতিবাদে গোরুর গাড়ি চড়ে অভিনব নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীর

আকাশছোঁয়া জ্বালানির দাম, প্রতিবাদে গোরুর গাড়ি চড়ে অভিনব নির্বাচনী প্রচার তৃণমূল প্রার্থীর

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন চট্টোপাধ্যায় মঙ্গলবার মাথায় গামছা বেঁধে গোরুর গাড়িতে চড়ে বসেন। সেই গাড়ি থেকেই তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যান দিনভর।

  • Last Updated :
  • Share this:

#পূর্বস্থলী: নানা কৌশলে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রার্থীরা। কোনও কোনও প্রার্থী হুড খোলা গাড়িতে চড়ে রোড শোয়ের মাধ্যমে ভোটারদের কাছাকাছি পৌঁছুতে চাইছেন। গাড়ির উপর থেকে কখনও নমস্কার, কখনও হাত নেড়ে মন পাওয়ার চেষ্টা চালাচ্ছেন এলাকাবাসীর। অনেকে আবার পায়ে হেঁটে বাড়ি বাড়ি গিয়ে কুশল জানতে চেয়ে ভোটারদের মন জিততে মরিয়া। পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী উত্তর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তপন চট্টোপাধ্যায় এদিন ঘুরলেন গোরুর গাড়িতে চড়ে। তাঁর এই প্রচারে এলাকায় সাড়া পড়ে গিয়েছে। দিনভর এই প্রচার নিয়েই আলোচনা চলল পূর্বস্থলী উত্তর বিধানসভা জুড়ে।

পূর্বস্থলী উত্তর বিধানসভা কেন্দ্রের শাসকদল তৃণমূল কংগ্রেসের প্রার্থী তপন চট্টোপাধ্যায় মঙ্গলবার মাথায় গামছা বেঁধে গোরুর গাড়িতে চড়ে বসেন। সেই গাড়ি থেকেই তিনি ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালিয়ে যান দিনভর। ভোট প্রচারে বেরিয়ে কেন গোরুর গাড়িকে বেছে নেওয়া? তৃণমূল কংগ্রেস প্রার্থী তপনবাবু বললেন, পেট্রোল-ডিজেলের দাম আকাশছোঁয়া। প্রতিদিন জ্বালানি তেল পুড়িয়ে প্রচার করার মত অর্থ আমার কাছে নেই। তাই প্রচারে বেরোনোর জন্য যান হিসেবে গোরুর গাড়িকে বেছে নিয়েছি।

তৃণমূল কংগ্রেস নেতা কর্মীরা বলছেন, বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের আমলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। জ্বালানি তেলের মূল্য মধ্যবিত্তের ধরাছোঁয়ার বাইরে চলে গিয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ায় অন্যান্য সব জিনিসের দাম বাড়ছে। মানুষের কাছে সেই বার্তা পৌঁছে দিতেই তৃণমূল কংগ্রেস প্রার্থী গোরুর গাড়িতে চড়ে প্রচারের কর্মসূচি নিয়েছেন।

মঙ্গলবার পূর্বস্থলী উত্তর বিধানসভার মেরতলা চন্ডীপুর থেকে সাজিয়ারা পর্যন্ত গোরুর গাড়িতে চেপে ভোট প্রচার করেন উত্তর বিধানসভার তৃণমূল প্রার্থী তপন চট্টোপাধ্যায়। তৃণমূল প্রার্থীর গোরুর গাড়িতে সওয়ার হওয়া দেখতে ঘর থেকে বেরিয়ে আসেন উৎসাহীদের অনেকেই। গোরুর গাড়ি থেকেই কখনও হাত নেড়ে কখনও নমস্কার করে জনসংযোগ চালিয়ে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী। এই আসনে গত বিধানসভা নির্বাচনে তিনিই তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন। সিপিআইএম প্রার্থীর কাছে এই আসনে পরাজিত হতে হয় শাসক দলের প্রার্থীকে। এবার ফলাফল তাঁর অনুকূলেই যাবে বলে আশাবাদী তপন চট্টোপাধ্যায়। গোরুর গাড়িতে প্রচারের পাশাপাশি এ দিন ফুটবল নিয়ে দাপাদাপিও দেখা গেল তাঁর ভোট প্রচারে।

গোরুর গাড়ির সামনে উৎসাহী কর্মীরা ফুটবল পায়ে খেলা হবে স্লোগান দেন। রাস্তায় ফুটবল খেলতে খেলতে এগিয়ে যান তাঁরা।এদিন তপনবাবু বলেন, পেট্রল ডিজেলের মূল্য বৃদ্ধির জন্য মোটর গাড়িতে চেপে প্রচার করা দুঃসাধ্য হয়ে পড়েছে। তাই গোরুর গাড়িতে চড়ে প্রচার করলাম। তিনি বলেন, "রান্নার গ্যাসের দাম যেভাবে বেড়েছে তা সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে সকলকেই। সাধারণ মানুষ সব দেখছেন। তাঁরা সবের জবাব দেবেন বিধানসভা নির্বাচনে।"

Saradindu Ghosh

Published by:Shubhagata Dey
First published:

Tags: Assembly Election 2021, East Bardhaman, TMC Campaign