HS Result: উচ্চমাধ্যমিকে পাশের হারে কোন জেলা সবার আগে জানেন? জেনে নিন
- Published by:Suman Majumder
- hyperlocal
- Reported by:Saikat Shee
Last Updated:
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর জেলার ৯৫.৭৪ শতাংশ ছাত্র-ছাত্রী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভ করেছে।
তমলুক: মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করল পূর্ব মেদিনীপুর জেলা। ২০২৫ এর উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হল ৭ মে, বুধবার। শেষ কয়েক বছরের রাজ্যের উচ্চ মাধ্যমিক মাধ্যমিকের ফল বিশ্লেষণ করলে দেখা যাবে কলকাতার তুলনায় জেলার জয়জয়কার।
মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক যাই হোক না কেন জেলার প্রসঙ্গ এলেই সর্ব প্রথমে আসে পূর্ব মেদিনীপুর জেলা। বিগত কয়েক বছর সফলতার নিরিখে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পূর্ব মেদিনীপুর জেলা অন্যান্য জেলা থেকে এগিয়ে।
২০২৫ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার পাশের হার সবচেয়ে বেশি। পূর্ব মেদিনীপুর জেলার ৯৫.৭৪ শতাংশ ছাত্র-ছাত্রী এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সফলতা লাভ করেছে। পূর্ব মেদিনীপুর জেলা থেকে এবারে বিভিন্ন স্কুল থেকে মোট ৩০ হাজার, ২৫৫ জন ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল।
advertisement
advertisement
এর মধ্যে ১৩ হাজার, ৯৫৪ ছাত্র এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসেছিল এবং ১৬ হাজার, ৩০১ ছাত্রী বিভিন্ন স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। বিগত কয়েক বছরের ন্যায় এবারও ছাত্রদের চেয়ে এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ছাত্রীদের সংখ্যা বেশি ছিল।
২০২৫ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার ৫ ছাত্র-ছাত্রী সংসদের প্রকাশিত মেধা তালিকায় স্থান লাভ করেছে।
advertisement
২০২৫-এ মাধ্যমিকের পাশাপাশি উচ্চমাধ্যমিকে জেলার ছাত্রছাত্রীরা ভাল। ফল করায় খুশি শিক্ষক মহল থেকে অভিভাবকেরা। তমলুক মহাকুমার রাম তারক রঘুনাথবাড়ি হাইস্কুলের ছাত্রী তিস্তা বেরা মেধা তালিকা স্থান পেয়েছে। এর পাশাপাশি, হলদিয়া মহকুমার মহিষাদলের অদ্রিজা জানা, কাঁথি মহাকুমার বিপ্রপদ জানা এগরা মহকুমার বর্ণিতা হাজরা এবং জৈৎসী ঘোষ মেধা তালিকায় স্থান লাভ করেছে।
advertisement
আরও পড়ুন- ভেজালের যুগে খাঁটি কাচ্চি ঘানি সর্ষের তেল! অসাধ্য সাধন নয়, গেলেই পেয়ে যাবেন এই জায়গায়
পূর্ব মেদিনীপুর জেলার স্কুল পরিদর্শক জানিয়েছেন, উচ্চমাধ্যমিক ও মাধ্যমিক সহ বিভিন্ন পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার ছাত্র-ছাত্রীদের ভাল ফল করা একটা সংস্কৃতি। এই জেলার ছাত্রছাত্রীরা পড়াশোনার প্রতি আগ্রহী। তাদের মধ্যে কিছু করে দেখানোর তাগিদ থাকে সব সময়। ছাত্র-ছাত্রীদের অভিভাবকরাও পড়াশোনার বিষয়ে অনেকটাই সচেতন।
advertisement
জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকরা পড়াশোনার বিষয় ছাত্র-ছাত্রীদের প্রতি যত্নশীল। এছাড়া বছরের পর বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করার সম্ভব নয়। সবার সামগ্রিক প্রচেষ্টায় যা বার বার করিয়ে দেখিয়েছে পূর্ব মেদিনীপুর জেলার ছাত্রছাত্রীরা।’ পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন স্কুলের শিক্ষকেরা জেলা জুড়ে এই ফলাফলে উচ্ছ্বসিত।
সৈকত শী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
May 07, 2025 6:37 PM IST