Purba Burdwan: কাটোয়া মহকুমা হাসপাতালে কার আতঙ্ক? বেড থেকে পা-ই নামাচ্ছেন না রোগীরা...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
আতঙ্কে তটস্থ রোগী থেকে স্বাস্থ্যকর্মী। আতঙ্কের জেরে রোগীরা সব পা তুলে বেড-এ বসে আছেন। আতঙ্কের জেরে নার্সদের ডিউটির জন্য নির্দিষ্ট জায়গার পরিবর্তন করা হয়েছে
#কাটোয়া, পূর্ব বর্ধমান: আতঙ্কে তটস্থ রোগী থেকে স্বাস্থ্যকর্মী। আতঙ্কের জেরে রোগীরা সব পা তুলে বেড-এ বসে আছেন। আতঙ্কের জেরে নার্সদের ডিউটির জন্য নির্দিষ্ট জায়গার পরিবর্তন করা হয়েছে। ওয়ার্ডের ভিতরে অস্থায়ীভাবে টেবিল-চেয়ার বসিয়ে ডিউটি করছেন নার্স থেকে স্বাস্থ্য কর্মীরা। আতঙ্ক কিসের? সাপের! শনিবার দুপুরে সাপ আতঙ্কে কাটা কাটোয়া মহকুমা হাসপাতালের মেল ওয়ার্ড।
হাসপাতালের সুপার শৌভিক আলম বলেন, '' মেল ওয়ার্ডে সাপ দেখা যাওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। অবশ্য, স্বাস্থ্য কর্মীরা সাপ খুঁজে পাননি। বনদফতরকে খবর দিয়েছি। সাপের কারণে স্বাভাবিকভাবেই ওয়ার্ডে আতঙ্ক ছড়িয়েছে।''
হাসপাতালে ভর্তি থাকা সাপ কামড়ানো রোগীরা আতঙ্কিত হয়ে বলছে, '' যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়।'' সাপের ভয়ে অনেক রোগীকেই বেডে পা তুলে বসে থাকতে দেখা যায়।
advertisement
advertisement
শুক্রবার রাত আটটা নাগাদ কাটোয়া মহকুমা হাসপাতালের মেল ওয়ার্ডের নার্সিং স্টেশনের ভিতর সাপ দেখা যাওয়ার পর নার্স থেকে রোগী, সকলের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে অনেক চেষ্টা করে স্বাস্থ্যকর্মীরা সাপটিকে খুঁজে পাননি। নার্সিং স্টেশন থেকে সাপ বের করতে না পেরে বাধ্য হয়ে ওয়ার্ডের রোগীর বেড লাগোয়া ফাঁকা জায়গাতে অস্থায়ীভাবে চেয়ার-টেবিল বসিয়ে নার্স- স্বাস্থ্য কর্মীরা কাজ চালাচ্ছেন।
advertisement
রোগীদের স্বাস্থ্য পরিষেবা দিতে আতঙ্কের মধ্যেই কাজ করতে হচ্ছে বলে জানান কর্তব্যরত নার্স প্রিয়া ঘোষ। শুধু যে হাসপাতালে সাপ দেখা গিয়েছে তা নয়, নার্স হস্টেলেও যখন-তখন সাপ বের হয় বলেও অভিযোগ তোলেন তিনি। তবে, এর আগে কখনও হাসপাতালের ওয়ার্ডে সাপ ঢুকতে দেখেননি বলে জানান প্রিয়া ঘোষ।
হাসপাতালের সুপার শৌভিক আলম জানান, '' আমাদের কর্মীরা তন্ন তন্ন করে খুঁজে সাপ দেখতে পাননি। কার্বলিক অ্যাসিড ছড়ানো হয়েছে। সাপ বের করতে ইতিমধ্যেই বনদফতরকে খবর দিয়েছি। সাপ দেখে ওয়ার্ডে আতঙ্ক ছড়ানো স্বাভাবিক।''
advertisement
Ranadeb Mukhopadhyay
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 09, 2022 4:48 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Burdwan: কাটোয়া মহকুমা হাসপাতালে কার আতঙ্ক? বেড থেকে পা-ই নামাচ্ছেন না রোগীরা...