গলা ক্ষতবিক্ষত! নির্জন রাস্তার ধারে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার... এমন বীভৎসতা চোখে দেখা দায়
- Published by:Aishwarya Purkait
- local18
Last Updated:
Woman Killed: পূর্ব বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে বছর ৩৬-এর জোসনা বাগদির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। গলায় আঘাতের ক্ষত। পোশাকের বিভিন্ন জায়গায় ছেঁড়া।
বুদবুদ, পূর্ব বর্ধমান, অর্পণ চক্রবর্তী: গ্রামের নির্জন রাস্তার ধার থেকে এক মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার। ধারালো অস্ত্রের আঘাতে গলা ক্ষতবিক্ষত। পোশাকের বিভিন্ন জায়গায় ছেঁড়া। খুন করে দেহ ফেলা রাখা হয়েছে বলে অভিযোগ পরিবারের।
পূর্ব বর্ধমানের বুদবুদ থানার অন্তর্গত মারো গ্রামে বছর ৩৬-এর জোসনা বাগদির রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। রবিবার রাতে খুনের ঘটনাটি ঘটেছে। গ্রামবাসীরাই প্রথম দেহটি দেখতে পান। মুহূর্তের মধ্যে সাড়া পড়ে যায় গোটা গ্রামে। গলায় আঘাতের চিহ্ন দেখে পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে।
আরও পড়ুনঃ‘বাঁচাও বাঁচাও’ চিৎকার! ওড়িশার স্টেশনে হামলার শিকার বাংলার যুবক, ছুটে এল GRP, বাংলাভাষী হওয়ায় জুটল মার
মারো গ্রামে জোসনা বাগদি তার দুই সন্তানকে নিয়ে বসবাস করতেন। তার স্বামী বছর চারেক আগে মারা গিয়েছেন। মৃত জোসনা বাগদির জা জানিয়েছেন, দুই ছেলেকে নিয়ে রবিবার বাপের বাড়ি গিয়েছিলেন জোসনা। সেখান থেকে সন্ধ্যেবেলায় ফেরার কথা। কিন্তু রাত হয়ে গেলও বাড়ি ফিরছিল না তারা কেউ। অবশেষে খবর আছে গ্রামে ঢোকার মুখে নির্জন জায়গায় জোসনার দেহ পড়ে আছে।
advertisement
advertisement
আরও পড়ুনঃকোনরকম কুলিং মেশিন ছাড়াই ২৪ ঘণ্টা ঠাণ্ডা! কীভাবে এমন সম্ভব? বর্ধমানের হাওয়া মহলের ‘শীতল’ রহস্য জানলে আপনিও হা হয়ে যাবেন
খবর যায় বুদবুদ থানা। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনার পর এলাকার মানুষদের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। কারণ ১৯ নম্বর জাতীয় সড়ক থেকে গ্রামে আসার এই একটি মাত্র রাস্তা। সেই রাস্তা দিয়েই দীর্ঘদিন ধরে গ্রামের মানুষরা যাতায়াত করেন নির্ভয়। কিন্তু সেই রাস্তাতেই এমন বীভৎস ঘটনা ঘটে গেল ভাবতেই পারছেন না কেউ। পরিবারের দাবি খুন করা হয়েছে জোসনাকে। ঘটনার তদন্ত শুরু করেছে বুদবুদ থানার পুলিশ।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
September 01, 2025 1:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গলা ক্ষতবিক্ষত! নির্জন রাস্তার ধারে র*ক্তাক্ত অবস্থায় উদ্ধার... এমন বীভৎসতা চোখে দেখা দায়