Purba Bardhaman News: ধবধবে সাদা চুল, কালো ফ্রেমের পুরু চশমা, আজও হাত চলে এক সাবলীলতায়

Last Updated:

Purba Bardhaman News: থেমে নেই মোহন বাবু , ৭৭ বছর বয়সেও কাজ করছেন তিনি 

+
শোলার

শোলার কাজে ব্যস্ত 

পূর্ব বর্ধমান: ৭৭ বছর বয়সেও থেমে নেই মোহন মালাকার। চোখে চৌকো ফ্রেমের চশমা, মাথায় সাদা, ধবধবে সাদা  চুল, মোটা গোঁফ।  করগেটের ঘরে এক মনে শোলার কাজ করে চলেছেন ৭৭ বছরের বৃদ্ধ শোলা শিল্পী। পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে সাবেকিয়ানায় মোড়া শোলা দিয়ে বহু বনেদি বাড়ির প্রতিমা সাজান, পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী ব্লকের পাটুলির শোলা শিল্পী মোহন মালাকার৷
আধুনিকতার যুগে নতুনের সঙ্গে পাল্লা না দিয়ে এখনও, একইভাবে তাঁর হাতের ছোঁয়ায় শোলার সাজেই যেন অন্য মাত্রায় পৌঁছায় বনেদি বাড়ির মাটির প্রতিমা। বর্তমানে জলজ উদ্ভিদ শোলার জায়গা নিয়েছে জরি, থার্মোকল, বিভিন্ন রঙের পুঁতি ইত্যাদি। তবে এখনও তিনি থার্মোকল নয় শোলার সাজেই জেলার পাশাপাশি কলকাতার বেশ কিছু নামী বনেদি বাড়িতে প্রতিমা সাজান। তিনি বলেন, ‘‘আমি বারোয়ারি প্রতিমা সাজাই না। বনেদি বা পুরানো আমলের সাবেকি প্রতিমা নিজে হাতে সাজাই। যে হাতে সাবেকি একচালের প্রতিমা সাজাই। সে হাতে আর নাইবা থাকল আধুনিকতার ছোঁয়া। আর শেখার কোনও ইচ্ছাও নেই । পুরানো নিয়েই যে কদিন চলে , এই পর্যন্তই।’’
advertisement
advertisement
একসময় ভাগীরথীর তীরে পূর্বস্থলীর পাটুলিতে শোলাশিল্পের বেশ নামডাক ছিল৷ কিন্তু বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে। তবে এখন কয়েক ঘর আর অবশিষ্ট রয়েছে শোলা শিল্পের৷ মোহন বাবু ছাত্র জীবন পার করেই,বাপ ঠাকুরদার হাত ধরে শোলাশিল্পের জগতে পা রাখেন। শিখে নিন শোলার বিভিন্ন কাজ। পরবর্তীতে কলকাতার বেশ কিছু বনেদি বাড়ি থেকে তাঁর ডাক পড়তে শুরু করে৷ দুর্গা থেকে কালী কোনওটাই বাদ যায় না তাঁর। তবে মোহন বাবু এখনও যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক হতে পারেন নি। বর্তমানে সরকারি শিল্পী ভাতা পেলেও আর্থিক ভাবে তিনি খুবই দুর্বল। শুধুমাত্র কাজের প্রতি ভালোবাসার কারণে তিনি আজও কাজ করে চলেছেন।
advertisement
এই প্রসঙ্গে মোহন বাবু আরও জানান,কাজের প্রতি ভালোবাসার কারণেই এখনও পর্যন্ত কাজ করে চলেছি। যে যে বাড়িতে কাজের জন্য যায় , তারাও খুব ভালোবাসেন। কাজের প্রতি আমার একটা মোহ আছে । এই কাজকে আমি সাধনা মনে করি ।
advertisement
তবে এখন বয়সের জন্য বরাত নেওয়া কমিয়েছে মোহন বাবু । তবুও যে কটি বাড়িতে প্রতিমার অলঙ্কার সাজান তা নিয়েই তিনি সন্তুষ্ট। শুধু আর্থিক অবস্থা একটু ভালো হলেই আর কিছুই চাননা মোহন বাবু ।
Banowarilal Chowdhary 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Purba Bardhaman News: ধবধবে সাদা চুল, কালো ফ্রেমের পুরু চশমা, আজও হাত চলে এক সাবলীলতায়
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement