Puppet Dance: সময়ের সঙ্গে অতীত পুতুল নাচের আসর ! বৈঁচি গ্রামের রথের মেলা মিলল দেখা

Last Updated:

এখনও কিছু জায়গায় পুতুল নাচের দেখা মেলে রথের মেলা হোক বা অন্য কোন পুজো অনুষ্ঠানে, তেমনিই হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলায় দেখা মিলল পুতুল নাচের।

+
রথের

রথের মেলায় বসেছে পুতুল নাচ

হুগলি: একটা সময় ছিল গ্রাম বাংলার লোক শিক্ষার উপাদান পাওয়া যেত যাত্রা, পুতুল নাচ, তরজা গান, কবিগান এসবের মাধ্যমে। নানা পৌরাণিক কাহিনী রামায়ণ-মহাভারত থেকে তুলে আনা নানা পর্বের গল্প পুতুল নাচের মাধ্যমে মানুষ জানতে পারত। গ্রামের ছোট-বড় ৮ থেকে ৮০ সকলেই এসব কাহিনী উপভোগ করত। সন্ধ্যা হলেই সেই পুতুল নাচের সামনে গিয়ে বসে পড়া। কালকেতু ফুল্লরা, বেহুলা লক্ষিন্দর, অহল্যার শাপমোচন, রূপবান, রহিম বাদশা মতো নানা পৌরাণিক কাহিনী ও লোকগাথা মঞ্চস্থ হত। তবে সেসব দিন এখন আর নেই এখন মানুষের হাতে হাতে মোবাইল চাইলেই ইউটিউব ফেসবুক খুলে হরেক রিল দেখতে দেখতেই সময় কেটে ‌যায়। তাই পুতুল নাচ দেখে লোক শিক্ষার আর প্রয়োজন পড়ে না।
তবে এখনও কিছু জায়গায় পুতুল নাচের দেখা মেলে রথের মেলা হোক বা অন্য কোন পুজো অনুষ্ঠানে, গ্রামাঞ্চলে এখনও পুতুল নাচের ডাক পড়ে। তেমনিই হুগলির পান্ডুয়ার বৈঁচিগ্রামের রথের মেলায় দেখা মিলল পুতুল নাচের। নদীয়ার হাঁসখালি বগুলা থেকে পুতুল নাচের একটি দল এসেছে। রথের দিন থেকে শুরু হয় চলবে উল্টোরথ পর্যন্ত। সেখানে প্যান্ডেল করে তারের মাধ্যমে পুতুল নাচ দেখানো হয়। গ্রামের প্রবীণ থেকে নবীন সকলেই এই পুতুল নাচ দেখতে আসেন। গ্রামের বাসিন্দা প্রীতম মুখোপাধ্যায় বলেন, অনেকদিন পর পুতুল নাচ দেখলাম বেশ ভাললাগলো। এখন গ্রামাঞ্চলে আর এসব দেখা যায় না। দেখতে দেখতে মনে হচ্ছিল ছেলেবেলায় ফিরে গেছি।
advertisement
advertisement
শিল্পী বিকাশ সরকার জানান, আগের মত আর পুতুল নাচের সেভাবে চাহিদা নেই। সময় বদলে গেছে, ঘরে ঘরে টিভি মোবাইলে মানুষ ব্যস্ত হয়ে পড়েছে। তবে আমাদের পুতুল নাচের দল এখনও আমরা টিকিয়ে রেখেছি। আমাদের পরের প্রজন্ম কেউ আর তৈরি হচ্ছে না। আগামী দিনে এই দলও টিকিয়ে রাখা যাবে না বলেই মনে হয়। আমরা বিভিন্ন রাজ্যে ও জেলাতেও পুতুল নাচের ডাক পড়ে তবে আগের থেকে তা তুলনায় অনেক কমেছে। সরকারি সাহায্য বলতে শিল্পী ভাতা পায়। তবে এই শিল্প আর কদিন থাকবে সেটাই এখন দেখার। দাঁ পরিবারের সদস্য পার্থ দাঁ বলেন, পুতুল নাচ বৈঁচিগ্রামের রথযাত্রার একটা ঐতিহ্য। গ্রামের প্রচুর মানুষ আসে এই রথযাত্রায়। বহু বছর ধরেই এই মেলায় পুতুল নাচ হয়ে আসছে। আগে কাঠের পুতুল নাচ হতো কিন্তু অনেক ব্যয় সাপেক্ষ হওয়ায় এখন তারের পুতুল নাচ হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাহী হালদার
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puppet Dance: সময়ের সঙ্গে অতীত পুতুল নাচের আসর ! বৈঁচি গ্রামের রথের মেলা মিলল দেখা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement