পুজোর ছুটিতে বিশাখাপত্তনম যাবেন? খড়গপুর ডিভিশনে 'স্পেশাল' ট্রেন ছাড়ছে, বিরাট 'চমক'

Last Updated:

আপনার এই যাত্রার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল। শালিমার থেকে বিশাখাপত্তনম রুটে পুজো স্পেশাল ট্রেন চলবে।

প্রতিকী ছবি
প্রতিকী ছবি
খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: পুজোর ছুটিতে ঘুরে আসুন বিশাখাপত্তনম থেকে। কিংবা কয়েক দিনের ছুটিতে ঘুরে দেখুন বাণিজ্য নগরী। আপনার এই যাত্রার সুবিধার জন্য বিশেষ ব্যবস্থা করেছে ভারতীয় রেল। শালিমার থেকে বিশাখাপত্তনম রুটে পুজো স্পেশাল ট্রেন চলবে। চলতি মাস থেকেই চলবে এই পুজো স্পেশাল ট্রেন। শুধু তাই নয় ভিওয়ান্ডি-খড়গপুর এবং খড়গপুর থেকে থানে স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেল। নিয়ন্ত্রণ করবে খড়গপুর ডিভিশন। তাই এই ছুটিতে ঘুরে দেখুন মুম্বাই কিংবা বিশাখাপত্তনাম। কেটে ফেলুন টিকিট।
রেল সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুজো উপলক্ষে পর্যটক ও যাত্রীদের কথা মাথায় রেখে দক্ষিণ পূর্ব রেলের অধীনে শালিমার থেকে বিশাখাপত্তনাম এবং বিশাখাপত্তনম থেকে শালিমার পর্যন্ত পুজো স্পেশাল ট্রেন চালান হবে। রেলের এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ০৮৫০৮ বিশাখাপত্তনম-শালিমার স্পেশাল ৯ সেপ্টেম্বর থেকে ২১ অক্টোবর পর্যন্ত প্রতি মঙ্গলবার চালানো হবে। বিশাখাপত্তনমে ছাড়বে সকাল ১১ টা ২০ তে। পরের দিন পৌঁছবে ভোর ৩ টায়। একইভাবে ০৮৫০৭ শালিমার-বিশাখাপত্তনম স্পেশাল ১০ সেপ্টেম্বর থেকে ২২ অক্টোবর পর্যন্ত প্রতি বুধবার চালান হবে।। ভোর পাঁচটায় শালিমার স্টেশন থেকে বিশাখাপত্তনম এর উদ্দেশ্যে রওনা দেবে এই ট্রেন। একইদিন রাত ৮টা ৫০ এ পৌঁছাবে বিশাখাপত্তনম। সাঁতরাগাছি, খড়গপুর এবং বালেশ্বর স্টেশনে।
advertisement
একইভাবে ভিওয়ান্ডি-খড়গপুর-থানে স্পেশাল ট্রেন চালাবে দক্ষিণ পূর্ব রেলের খড়্গপুর ডিভিশন। ০১১৫০ খড়গপুর-থানে স্পেশাল ট্রেন প্রতি রবিবার খড়গপুর স্টেশন থেকে ছাড়বে। ৭ সেপ্টেম্বর থেকে ১৯ অক্টোবর পর্যন্ত রাত ১১ টা ৪৫ এ ছাড়বে এবং থানে পৌঁছবে তৃতীয় দিন ১০টা ৩০-এ। একইভাবে ০১১৪৯ ভিওয়ান্ডি-খড়গপুর স্পেশাল ট্রেন প্রতি বৃহস্পতিবার চলবে। ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই যাত্রা। দক্ষিণ পূর্ব রেলের ঝারসুগুদা, রাউরকেল্লা, চক্রধরপুর এবং টাটানগর স্টেশনে দাঁড়াবে।স্বাভাবিকভাবে যারা এই পুজোর ছুটিতে ঘুরে আসার প্ল্যান করছেন তারা অবশ্যই এখনই টিকিট কেটে নিন। পুজোর ছুটিতে ঘুরে দেখুন একাধিক জায়গা।
advertisement
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
পুজোর ছুটিতে বিশাখাপত্তনম যাবেন? খড়গপুর ডিভিশনে 'স্পেশাল' ট্রেন ছাড়ছে, বিরাট 'চমক'
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement