Puja In Tarapith: মা তারার আশীর্বাদ, মেন ইন ব্লু-র দাপুটে পারফরম্যান্স, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া

Last Updated:

Puja In Tarapith: জয়লাভ করবে ভারতীয় দল! আশাবাদী তারাপীঠ মন্দিরের সেবায়েত।

+
তারাপীঠ

তারাপীঠ মন্দিরে পুজো 

বীরভূম: ৬ বল বাকি থাকতেই ৪ উইকেটে নিউজিল্যান্ডকে হারিয়ে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়৷ মাঠে দাপিয়ে খেলেছেন টিম ইন্ডিয়ার সদস্যরা৷ অপরাজিত থেকে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলা এবং জেতায় ক্রিকেটারদের কৃতিত্ব এক কথায় দুদ্ধর্ষ৷  আর টিম ইন্ডিয়া ICC Champions’ Trophy Final  ভারত ও নিউজিল্যান্ড ম্যাচের আগেই   ভারতের জয় নিশ্চিত করতে বীরভূমের তারাপীঠ মা তারার মন্দিরে ভারতীয় দলের সমস্ত খেলোয়াড়দের ছবি এবং জাতীয় পতাকা নিয়ে পুজো দিলেন তারাপীঠ মন্দিরের সেবায়েত।
প্রসঙ্গত আজ থেকে প্রায় ২৫ বছর আগে, ২০০০ সালে এই একই টুর্নামেন্টের ফাইনালে ভারত-নিউজিল্যান্ড মুখোমুখি হয়েছিল। সেই হারের বদলা ৯ মার্চ সম্পন্ন হল৷ তাতে লেগে রইল মা তারার আশীর্বাদও৷
advertisement
advertisement
তবে সেবারে ভারত পরাজিত হয়। ট্রফি তোলেন কিউয়িরা।ফলে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেদিনের বদলার ভারই যেন আজ রোহিত ও বিরাটদের কাঁধে। নাইরোবির সেই ফাইনালে ব্যাটে ঝড় তুলেছিলেন সৌরভ। একেবারে ‘পিক ফর্ম’ যাকে বলে- ১১৯ রান করেন। অন্য়দিকে সচিন তেন্ডুলকরও সেই ম্যাচে ৬৯ রান করেন। ভারতীয় দল ২৬৪/৬-এর বেশ ভালই স্কোর তুলেছিল।
এরপরে ২০১৯ বিশ্বকাপের সেমিফাইনালে দ্বিতীয়বারের নিউজিল্যান্ডের কাছে ভারত ধাক্কা খায়।
advertisement
ভারতকে হারিয়ে নিউজিল্যান্ড তৃতীয়বারের মত ওয়ানডের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে দেয়।সেই ম্যাচটি মহেন্দ্র সিং ধোনির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল।তারপরেই ২০২১ সালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন শিপের ফাইনালে, ভারতীয় দল নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটে হেরে যায়।ফলে এক কথায় এটা খুব স্পষ্ট যে আইসিসি-র টুর্নামেন্টে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের স্মৃতি খুব একটা সুখকর নয়।
advertisement
এই সব পুরনো ম্যাচের বদলা নেওয়ার দিন
তারাপীঠ মা তারার মন্দিরে ভারতীয় দলের হয়ে পূজো দিয়ে তারাপীঠ আগত পর্যটক এবং তারাপীঠ মন্দিরের আগত সেবায়েত জানান আজকের ভারতের জয় নিশ্চিত করতে মা তারার কাছে সকলে প্রার্থনা করেন এবং তারা আশাবাদী আজ ভারতীয় দল সাফল্যতা অর্জন করবেন।
Souvik Roy
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Puja In Tarapith: মা তারার আশীর্বাদ, মেন ইন ব্লু-র দাপুটে পারফরম্যান্স, চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া
Next Article
advertisement
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
মৃত্যুর ধারাবাহিকতা! শুধুমাত্র প্রেসক্রিপশনেই দেওয়া হবে কাশির সিরাপ, ভুল নয়! জানুন বিশদে
  • কেন্দ্র দূষিত কাশির সিরাপের কারণে মৃত্যুর পর কাশির সিরাপ প্রেসক্রিপশন ছাড়া বিক্রি নিষিদ্ধ করতে চলেছে.

  • ডিসিসি প্রস্তাব করেছে কাশির সিরাপকে শিডিউল কে তালিকা থেকে বাদ দেওয়া উচিত, যা লাইসেন্স ছাড়া বিক্রি হয়.

  • মধ্যপ্রদেশে দূষিত কাশির সিরাপের কারণে শিশুদের মৃত্যুর পর WHO সতর্কতা জারি করেছে.

VIEW MORE
advertisement
advertisement