#নিমতৌড়ি: বাস থেকে যাত্রীদের মাঝরাস্তায় নামিয়ে দিয়ে জেলাশাসকের দফতরের সামনে খালি বাস জড়ো করে বিক্ষোভ চালালেন বাসকর্মীরা৷ বাস চালক ও কর্মীদের আচমকা বিক্ষোভ আন্দোলনের জেরে চরম দুর্ভোগে পড়েছেন হলদিয়া-মেচেদা রুটের বাসযাত্রীরা। অভিযোগ, বাস চলাচলের পুরনো সময়সূচি বদল করে প্রায় ১৭/১৮ ঘণ্টা কাজের নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বাসচালক ও কর্মচারীরা।
আরও পড়ুন: সবজি চাষেই বাজিমাত! লক্ষাধিক টাকার ঋণ শোধ! কী চাষে মজলেন 'এই' ভাগচাষি?আরও পড়ুন: বন্ধ ঘরের মধ্যে মহিলার সঙ্গে এ কী কাণ্ড! সাতসকালেই আঁতকে উঠল নিউটাউন
তবে এহেন প্রতিবাদের জেরে করুণ অবস্থা যাত্রীদেরল৷ অফিস টাইমে বাস কর্মচারীদের বিক্ষোভের জেরে গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বাস থেকে নেমে যেতে হয়েছে৷ যার জেরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না নিত্যযাত্রীরা। তার উপর গরম৷ সব মিলিয়ে কালঘাম ছুটছে যাত্রীদের৷
সুজিত ভৌমিক
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Protests