কেলেঙ্কারি কাণ্ড! যাত্রীদের আচমকাই বাস থেকে নামিয়ে দেওয়া হল! তারপর?
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Haldia-Mecheda: যাত্রী দুর্ভোগের আরও এক ছবি! শুক্রবার সকালে বাস ড্রাইভারদের প্রতিবাদে নাভিশ্বাস উঠল যাত্রীদের৷
#নিমতৌড়ি: বাস থেকে যাত্রীদের মাঝরাস্তায় নামিয়ে দিয়ে জেলাশাসকের দফতরের সামনে খালি বাস জড়ো করে বিক্ষোভ চালালেন বাসকর্মীরা৷ বাস চালক ও কর্মীদের আচমকা বিক্ষোভ আন্দোলনের জেরে চরম দুর্ভোগে পড়েছেন হলদিয়া-মেচেদা রুটের বাসযাত্রীরা। অভিযোগ, বাস চলাচলের পুরনো সময়সূচি বদল করে প্রায় ১৭/১৮ ঘণ্টা কাজের নতুন সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। প্রতিবাদে আন্দোলনে নেমেছেন বাসচালক ও কর্মচারীরা।
সূত্রের খবর, ১১৬ নম্বর জাতীয় সড়কের হলদিয়া মেচেদা রুটের বেশ কয়েকটি বাসের সময়সূচি বদল করা হয়েছে। যার ফলে এবার থেকে এইসব বাসগুলিকে প্রায় ১৭/১৮ ঘণ্টা পর্যন্ত বাস চালাতে হবে। যা নিয়ে ক্ষুব্ধ বাস চালক ও কর্মীরা৷ প্রতিবাদ জানাতে হলদিয়া থেকে মেচেদাগামী এবং মেচেদা থেকে হলদিয়াগামী বাসগুলি থেকে যাত্রীদের নামিয়ে দিয়ে খালি বাস নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।
advertisement
advertisement
তবে এহেন প্রতিবাদের জেরে করুণ অবস্থা যাত্রীদেরল৷ অফিস টাইমে বাস কর্মচারীদের বিক্ষোভের জেরে গন্তব্যস্থলে পৌঁছনোর আগেই বাস থেকে নেমে যেতে হয়েছে৷ যার জেরে গন্তব্যস্থলে পৌঁছাতে পারছেন না নিত্যযাত্রীরা। তার উপর গরম৷ সব মিলিয়ে কালঘাম ছুটছে যাত্রীদের৷
advertisement
সুজিত ভৌমিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2022 12:03 PM IST