গ্রামে শৌচাগার-বাড়ি তৈরিতে কাটমানি, সাঁইথিয়ায় প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলনেতা
Last Updated:
শনিবার সকালে সাঁইথিয়ার ভ্রমকলে তৃণমূল নেতা সমীর ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ৷ তাঁদের অভিযোগ, গ্রামে সরকারি প্রকল্পে শৌচাগার ও বাড়ি তৈরির টাকা থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা সমীর ঘোষ৷
#সাঁইথিয়া: মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পর রাজ্যের বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা, কাউন্সিলদের কাছ থেকে কাটমানি ফেরতের দাবিতে বিক্ষোভ, ঘেরাও চলছে৷ এ বার বিক্ষোভের মুখে বীরভূমের সাঁইথিয়ার প্রাক্তন পঞ্চেয়ত প্রধান সমীর ঘোষ৷
শনিবার সকালে সাঁইথিয়ার ভ্রমকলে তৃণমূল নেতা সমীর ঘোষকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ৷ তাঁদের অভিযোগ, গ্রামে সরকারি প্রকল্পে শৌচাগার ও বাড়ি তৈরির টাকা থেকে কাটমানি নিয়েছেন তৃণমূল নেতা সমীর ঘোষ৷ পরিস্থিতি এতটাই খারাপ হয়, শেষ পর্যন্ত পুলিশ এসে ওি তৃণমূল নেতাকে উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷
কাটমানি প্রসঙ্গে গত ৩ জুন দলের নেতাদের সতর্ক করেন তৃণমূলনেত্রী। লোকসভা নির্বাচনে দলের ফলাফল বিশ্লেষণের বৈঠকে বসে। ১৮ জুন নজরুল মঞ্চে দলীয় কাউন্সিলদের সভায় আরও স্পষ্ট করে ধমক দেন সেই একই প্রসঙ্গে। কাটমানি নিয়ে থাকলে ফেরত দিয়ে দিন, এমনও বলেন তৃণমূল চেয়ারপার্সন।
advertisement
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
June 22, 2019 8:22 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গ্রামে শৌচাগার-বাড়ি তৈরিতে কাটমানি, সাঁইথিয়ায় প্রবল বিক্ষোভের মুখে তৃণমূলনেতা