South 24 Parganas News: হাতে লাঠি নয় গাছের চারা! কৈখালিতে নদীর পাড় রক্ষায় পুলিশ
- Published by:Sipra Roy
- hyperlocal
- Reported by:Suman Saha
Last Updated:
কৈখালির নদী পাড়ের ভাঙন রুখতে কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, তার সঙ্গে লাগান হচ্ছে গাছের চারা, উদ্যোগ নিয়েছে কুলতলি থানার পুলিশ।
দক্ষিণ ২৪ পরগনা: কৈখালিতে নদীর পাড় রক্ষায় পুলিশ! হাতে লাঠি নয় গাছের চারা, পরিবেশ রক্ষায় নজির কুলতলিতে। কৈখালির নদীবাঁধ রক্ষায় এক অভিনব পরিবেশ সচেতনতার নজির তৈরি হল। সুন্দরবনের প্রবেশ দ্বার কৈখালি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ পরিচিত। সেই কৈখালির নদী পাড়ের ভাঙন রুখতে কংক্রিটের বাঁধ দেওয়া হয়েছে, তার সঙ্গে লাগান হচ্ছে গাছের চারা, উদ্যোগ নিয়েছে কুলতলি থানার পুলিশ।
কুলতলি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বরাবরই প্রকৃতি প্রেমী হিসেবে এলাকায় পরিচিত। তিনি থানার চত্বরে ইতিমধ্যেই গাছ লাগান ও পাখিদের আশ্রয় তৈরির কাজ করেছেন। এবার তিনি আরও বড় উদ্যোগে নেমেছেন, কৈখালির নদীর পাড়ে গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় অগ্রণী ভূমিকা নিতে চলেছেন। ২০২০ সালে সাইক্লোন আমফানের ধাক্কায় ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল কৈখালির নদীবাঁধ। দীর্ঘদিন বাদে সেই বাঁধ মেরামত করা হয়। এবার যাতে বাঁধ ভেঙে না পড়ে ও এলাকার সৌন্দর্য বজায় থাকে, সেই লক্ষ্যেই গাছ লাগানোর সিদ্ধান্ত।
advertisement
advertisement
এই উদ্যোগে পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারাও। নদীর পাড়ে গাছ লাগান শুরু হয়েছে ইতিমধ্যেই। স্থানীয়দের মধ্যে পরিবেশ রক্ষার বিষয়ে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে বলেই মনে করছেন পুলিশ আধিকারিক। বনভূমি রক্ষায় পুলিশ প্রশাসনের নজরদারি যেমন চালানো হচ্ছে। তেমনই কুলতলি ব্লকের অন্তত ২০ হেক্টর জমিতে গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে আরও বড় পরিসরে এই প্রকল্প রূপায়ণ করা হবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন“
স্থানীয় বাসিন্দা জানান, “এই কাজটা খুব ভাল। গাছ লাগান হলে নদীর পাড়টা দেখতে যেমন সুন্দর লাগবে, তেমন পরিবেশের রক্ষা পাবে”। পিয়ালী বিট অফিসের পক্ষ থেকেও বনভূমি সংরক্ষণে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। প্রশাসন, স্থানীয় মানুষ ও পরিবেশপ্রেমীদের এই সম্মিলিত প্রয়াসে কুলতলি ব্লক এবার এক নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে পরিবেশ সংরক্ষণের ক্ষেত্রে।
advertisement
সুমন সাহা
Location :
Kolkata,West Bengal
First Published :
July 14, 2025 5:07 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: হাতে লাঠি নয় গাছের চারা! কৈখালিতে নদীর পাড় রক্ষায় পুলিশ