South 24 Parganas News: সুন্দরবনে শুরু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া

Last Updated:

সুন্দরবনে শুরু হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া। প্রতি কুইন্টাল পিছু ২২০৩ টাকা মূল্যে এই ধান কেনা হচ্ছে। ফলে কৃষকরা খুবই খুশি।

ধান কেনার জন্য লাগানো হয়েছে পোস্টার 
ধান কেনার জন্য লাগানো হয়েছে পোস্টার 
দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনে শুরু হল ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া। প্রতি কুইন্টাল পিছু ২২০৩ টাকা মূল্যে এই ধান কেনা হচ্ছে। ফলে কৃষকরা খুবই খুশি। উল্লেখ্য ধানের নুন্যতম সহায়ক মূল্য ২১৮৩ টাকা। ফলে তার থেকে বেশি দাম পাচ্ছেন কৃষকরা।
স্থায়ী ধান ক্রয় কেন্দ্র বা মোবাইল ধান ক্রয় কেন্দ্রে এই ধান বিক্রয় করতে পারবেন কৃষকরা। প্রাথমিক কৃষি সমবায় সমিতি, প্রাথমিক কৃষি বিপনন সমিতি, স্বনির্ভর গোষ্ঠী, এফপিও-এর মাধ্যমে এই ধান কেনা হবে। ধানের মূল‌্য সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে।
advertisement
advertisement
এই ধান বিক্রির জন্য কৃষকরা নিজেই রেজিস্ট্রেশান ও ধান বিক্রির তারিখ ঠিক করতে পারবেন। একটি ৯৯০৩ ০৫৫ ৫০৫ এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারবেন। এই প্রক্রিয়া শুরু হওয়ায় খুশি কৃষকরা। সুন্দরবন এলাকার অধিকাংশ কৃষকই ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক।
ইতিমধ্যে সুন্দরবনে সবকটি ব্লকে এই সংক্রান্ত নির্দেশিকা পোস্টারিং করে জনসাধারণকে জানানো হয়েছে। বিশদে জানার জন্য একটি নম্বর দেওয়া হয়েছে সেই নম্বরটি হল ১৯৬৭ বা ১৮০০ ৩৪ ৫৫৫০৫ এই নম্বরটিতে বিনামূল্যে ফোন করতে পারবেন।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: সুন্দরবনে শুরু ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কেনার প্রক্রিয়া
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement