North 24 Parganas News: চলছে ‘সমস্যা সমাধান-জনসংযোগ’, প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে বিডিও
- Reported by:JULFIKAR MOLLA
- hyperlocal
Last Updated:
রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ ‘সমস্যা সমাধান-জনসংযোগ’।
বসিরহাট: চলছে ‘সমস্যা সমাধান-জনসংযোগ’, প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে বিডিও। রাজ্যের প্রান্তিক ও দরিদ্র মানুষের জন্য সকল প্রকার নাগরিক পরিষেবা সুনিশ্চিত করতে পশ্চিমবঙ্গ সরকারের নবতম উদ্যোগ ‘সমস্যা সমাধান-জনসংযোগ’। শনিবার ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে এই পরিষেবা। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় এই সরকারি পরিষেবা মিলছে। চলবে আগামী ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। সরকার মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে। দুয়ারে সরকার যেমন চলবে তেমনই চলবে। তার বাইরে মানুষের সুবিধায় এটা নবতম সংযোজন রাজ্য সরকারের।
এদিন প্রত্যন্ত সুন্দরবনে মানুষের দুয়ারে পৌঁছে মানুষের সুবিধা অসুবিধার কথা শোনেন মিনাখাঁর বিডিও সেলিম হাবিব, জয়েন্ট বিডিও প্রিয়াঙ্কা মণ্ডল সহ প্রশাসনিক আধিকারিকরা। বসিরহাটের মিনাখাঁ ব্লকের চৈতল গ্রাম পঞ্চায়েতের নেরুলি নিমিচি চৈতল সহ বেশ কয়েকটি গ্রামে মানুষের মাঝে বসে তাদের কথা শুনলেন। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ৩৭টি প্রকল্পের কী কী সুবিধা পেয়েছে মানুষ এবং এখনও কোন অসুবিধা আছে কিনা তা জানান পাশাপাশি তাঁরা কোনও প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছে কিনা সেটাও লিপিবদ্ধ করেন প্রশাসনিক আধিকারিকরা।
advertisement
advertisement
এদিন কয়েকটি গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের কর্মসূচি নিয়ে তাদের সঙ্গে মতবিনিময় করেন। প্রান্তিক গ্রামের মানুষকে সরকারি প্রকল্প পাইয়ে দিতে রাজ্য সরকারের কাজকে আরও এগিয়ে নিয়ে যাচ্ছেন প্রশাসনিক আধিকারিকরা। একটাই লক্ষ্য সব সরকারি পরিষেবা পৌঁছে দিতে হবে মানুষের কাছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রাজ্য সরকার চায়, কোনও কারণে কেউ যেন কোনও প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হন।
জুলফিকার মোল্যা
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 23, 2024 4:46 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
North 24 Parganas News: চলছে ‘সমস্যা সমাধান-জনসংযোগ’, প্রত্যন্ত গ্রামে মানুষের দুয়ারে বিডিও