'মাস্টার স্ট্রোক'! গ্রিডের বদলে বিদ্যুত্ স্টেশন, সব জট কাটল ভাঙড়ে
Last Updated:
ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন দীর্ঘ দিনের৷ একাধিক বার মিছিল-পথ অবরোধ, গুলি চালনার নমতো ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য৷ এ বার সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷
#ভাঙড়: জট কাটল ভাঙড়ের পাওয়ার গ্রিড ইস্যুর৷ পাওয়ার গ্রিড হচ্ছে না ভাঙড়ে৷ তার বদলে হবে বিদ্যুত্ স্টেশন৷ রবিবার জানিয়ে দিল রাজ্য সরকার৷ রবিবার জমিদাতা, জমির মালিক ও আন্দোলনকারীদের সঙ্গে প্রশাসনের বৈঠকেরই পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷
ভাঙড়ে পাওয়ার গ্রিড নিয়ে আন্দোলন দীর্ঘ দিনের৷ একাধিক বার মিছিল-পথ অবরোধ, গুলি চালনার নমতো ঘটনার সাক্ষী থেকেছে রাজ্য৷ এ বার সেই সমস্যার সমাধান করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার৷ রবিবার জমিদাতাদের সঙ্গে বৈঠক করে প্রশাসন৷ বৈঠকে ছিলেন ভাঙড় আন্দোলনের নেতা অলীক চক্রবর্তীও৷ সেই বৈঠকে স্থির হয়, মঙ্গলবার থেকেই বিদ্যুত্ স্টেশনের কাজ শুরু হয়ে যাচ্ছে ভাঙড়ে৷
advertisement
জমিদাতাদের মোট ১২ কোটি টাকা ক্ষতিপূরণ দিচ্ছে রাজ্য সরকার৷ খুঁটি প্রতি ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ৷ বৈঠকের পর খুশির পরিবেশ ভাঙড়ে৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 11, 2018 6:26 PM IST