Nandigram Kidnap Case: পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ গৃহশিক্ষকের, নন্দীগ্রামে টান টান নাটক

Last Updated:

চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষক৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
নন্দীগ্রাম: স্বামীর সাহায্যে পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ করল গৃহশিক্ষিাক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে৷ যদিও পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ অভিযুক্ত গৃহশিক্ষিকা, তার স্বামী সহ মোট পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষিকা৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷
advertisement
অপহৃত শিশুটির বাবা এবং মা চায়ের দোকান চালান৷ প্রতিদিনই ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা৷ শুক্রবার ভোরবেলা তাঁরা বেরোতেই পড়ানোর নাম করে শিশুটির বাড়িতে ঢোকে অভিযুক্ত গৃহশিক্ষিকা এবং তার স্বামী৷ এর পর শিশুটির দিদিকে বেঁধে রেখে একটি ট্রলি ব্যাগের মধ্যে শিশুটিকে ভরে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা৷
advertisement
এর পরই শিশুটির দিদি কোনওক্রমে প্রতিবেশীদের ঘটনার কথা জানায়৷ দ্রুত অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ৷ এরই মধ্যে কয়েক বার শিশুটির বাবাকে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা৷ এমন কি, পুলিশকে জানালে শিশুটিকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ার ভয়ে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের ঘোলপুকুর এলাকায় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে৷ তল্লাশি চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষক সহ পাঁচ জনকে গ্রেফতারও করে পুলিশ৷ এ দিন হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ অপহরণকারীদের চিনতে পেরেছে শিশুটিও৷ সে জানিয়েছে, একটি ট্রলি ব্যাগের ভিতরে ভরে মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Kidnap Case: পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ গৃহশিক্ষকের, নন্দীগ্রামে টান টান নাটক
Next Article
advertisement
Primary Recruitment Case: রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি! এবার কী হবে চন্দ্রনাথের?
রাজ্যের মন্ত্রীর হাত ধরেই এসেছে ১২ কোটি টাকা! প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে বিস্ফোরক ইডি
  • প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা

  • ইডির দাবি, চন্দ্রনাথ সিনহার মাধ‍্যমেই এই দুর্নীতিতে এসেছে ১২ কোটি ৭২ লক্ষ

  • তাপস-কুন্তল-শান্তনু এই ত্রয়ীর চক্রে জড়িত ছিলেন চন্দ্রনাথ সিনহা, দাবি ইডির

VIEW MORE
advertisement
advertisement