Nandigram Kidnap Case: পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ গৃহশিক্ষকের, নন্দীগ্রামে টান টান নাটক
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sujit Bhoumik
Last Updated:
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষক৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷
নন্দীগ্রাম: স্বামীর সাহায্যে পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ করল গৃহশিক্ষিাক৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে৷ যদিও পুলিশ এবং স্থানীয়দের তৎপরতায় অপহরণের কয়েক ঘণ্টার মধ্যেই শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়৷ অভিযুক্ত গৃহশিক্ষিকা, তার স্বামী সহ মোট পাঁচ জনকে গ্রেফতারও করা হয়েছে৷
চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে নন্দীগ্রামের ১ নম্বর ব্লকের শিমুলকুণ্ডু গ্রামে৷ জানা গিয়েছে, অপহৃত শিশুর ৯ বছরের দিদিকে পড়াত ওই গৃহশিক্ষিকা৷ শিশুটির প্রতিবেশীও ছিল ওই অভিযুক্ত৷
আরও পড়ুন: ‘আমার দফতর, আইপ্যাকের নাম করে…’, দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?
advertisement
অপহৃত শিশুটির বাবা এবং মা চায়ের দোকান চালান৷ প্রতিদিনই ভোরে বাড়ি থেকে বেরিয়ে যান তাঁরা৷ শুক্রবার ভোরবেলা তাঁরা বেরোতেই পড়ানোর নাম করে শিশুটির বাড়িতে ঢোকে অভিযুক্ত গৃহশিক্ষিকা এবং তার স্বামী৷ এর পর শিশুটির দিদিকে বেঁধে রেখে একটি ট্রলি ব্যাগের মধ্যে শিশুটিকে ভরে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা৷
advertisement
আরও পড়ুন: ‘আমার দফতর, আইপ্যাকের নাম করে…’, দলের নেতা কর্মীদের নিজেই সতর্ক করলেন অভিষেক! কেন দিলেন ফোন নম্বর?
এর পরই শিশুটির দিদি কোনওক্রমে প্রতিবেশীদের ঘটনার কথা জানায়৷ দ্রুত অভিযুক্তদের খোঁজ শুরু করে পুলিশ৷ এরই মধ্যে কয়েক বার শিশুটির বাবাকে ফোন করে ১৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা৷ এমন কি, পুলিশকে জানালে শিশুটিকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়৷
advertisement
শেষ পর্যন্ত অবশ্য ধরা পড়ার ভয়ে নন্দীগ্রামের ২ নম্বর ব্লকের ঘোলপুকুর এলাকায় শিশুটিকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা৷ পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে৷ তল্লাশি চালিয়ে অভিযুক্ত গৃহশিক্ষক সহ পাঁচ জনকে গ্রেফতারও করে পুলিশ৷ এ দিন হলদিয়া মহকুমা আদালতে পেশ করা হলে ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক৷ অপহরণকারীদের চিনতে পেরেছে শিশুটিও৷ সে জানিয়েছে, একটি ট্রলি ব্যাগের ভিতরে ভরে মোটরসাইকেলে করে তাঁকে নিয়ে যাচ্ছিল অপহরণকারীরা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 15, 2025 10:25 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram Kidnap Case: পাঁচ বছরের শিশুকে ট্রলি ব্যাগে ভরে অপহরণ গৃহশিক্ষকের, নন্দীগ্রামে টান টান নাটক