Nadia News: মুর্শিদাবাদ থেকে প্রিন্সেপ ঘাট, একাই কায়াক নিয়ে ছুটলেন যুবতী, কিন্তু কেন!
- Reported by:MAINAK DEBNATH
- hyperlocal
Last Updated:
মুর্শিদাবাদ থেকে প্রিন্সেপ ঘাট, পরিবেশ বাঁচানোর বার্তা গঙ্গায় একক কায়াক আভিযান।
নদিয়া: মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে কলকাতার প্রিন্সেপ ঘাট! একক কায়াকিং এর মাধ্যমে গঙ্গা দূষণ রোধে অভিনব উদ্যোগ। কায়াকিং মূলত একটি ওয়াটার স্পোর্টস হলেও সেই স্পোর্টসকেই পরিবেশ ভাবনার একটা মাধ্যম হিসেবেই নিয়ে যেতে সুদেষ্ণা পাল একক ভাবে কায়াকিং করছেন গঙ্গাপথে। তবে এ বিষয়ে তাকে সহযোগিতা করছেন বিভিন্ন সামাজিক সংগঠন পরিবেশকর্মী এবং বিজ্ঞানকর্মীরা। নদিয়ার শান্তিপুরে একাদশ তম দিনে তিনি এসে পৌঁছান শান্তিপুর বড়বাজার ঘাটে সেখানেই শান্তিপুর পরিবেশ ভাবনার পক্ষ থেকে তাকে সম্মান জানানএবং সংবর্ধনা দেওয়া হয়।
তিনি এককভাবে কায়াকিং করলেও তার সঙ্গে একটি বড় নৌকাতে সূচনা থেকে সমাপ্তি পর্যন্ত কর্মসূচি আহ্বায়ক সঞ্জয় দাস সহ পাঁচ প্রতিনিধির দল সদা সর্বদা তার খোঁজখবর রেখে চলেছেন। তিনি বলেন, সমাজ জীবনে বোঝা দরকার প্রায় সমস্ত এডভেঞ্চার স্পোর্টসই প্রকৃতি নির্ভর ও তরুণ প্রজন্ম এতে আকর্ষিত হয়ে যুক্ত হয়। তাদের পরিবেশের প্রতি ভালবাসা ও দায়িত্ববোধ গড়ে তোলা একান্ত জরুরি। তাই মুর্শিদাবাদের আহিরণ ঘাট থেকে কলকাতার প্রিন্সেপ ঘাট পর্যন্ত প্রায় ৪০০ কিমি একক কায়াকিং এর আযোজন করা হয়েছে। এটি একটি ‘একক অভিযান’ হলেও তা আসলে ব্যাক্তি একজনের অভিযান নয়, সম্মিলিত ভাবে বৃহত্তর পরিসরে সমষ্টিগত দায়িত্ব পালনের জন্য বৃত্তটি বড় করার এক ভিন্ন প্রচেষ্টা।
advertisement
advertisement
এই দীর্ঘ প্রায় ৪০০ কিলোমিটার নদী যাত্রাপথে নদী তীরবর্তী এলাকার বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন, এলাকার নদীর ওপর নির্ভরশীল সম্প্রদায় সহ সাধারণ মানুষের সঙ্গে নদী এবং নদী তীরবর্তী পরিবেশের বিভিন্ন বিষয়, জীবন- জীবিকার সমস্যা, গাঙ্গেয় শুশুক সহ জলজ জীব বৈচিত্র্য, শাখা ও উপনদী, খাল ইত্যাদি নিয়ে মতের আদান প্রদান করা হবে যেমন, ঠিক তেমন তথ্য সংগ্রহ করা ও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নথিবদ্ধকরার চেষ্টা করা হবে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
যাতে করে পরবর্তী সমযে বিষয়গুলি নিয়ে ধারাবাহিক চেষ্টায় গঠনমূলক কাজের ইতিবাচক পদক্ষেপ করা সম্ভবপর হয়।
Mainak Debnath
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 20, 2023 10:10 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: মুর্শিদাবাদ থেকে প্রিন্সেপ ঘাট, একাই কায়াক নিয়ে ছুটলেন যুবতী, কিন্তু কেন!