#বাঁকুড়া: প্রাথমিকে শিক্ষক নিয়োগ নিয়ে ফের বিক্ষোভের মুখে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ ৷ রাজ্যের প্রাথমিক স্কুলগুলিতে অসংখ্য শূন্য পদ পড়ে রয়েছে, অথচ নতুন করে হচ্ছে না কোনও শিক্ষক নিয়োগ ৷ ফলে পঠন পাঠন থেকে শুরু করে স্কুল পরিচালনার ক্ষেত্রে চূড়ান্ত সমস্যায় পড়তে হচ্ছে বর্তমান শিক্ষকদের ।
অবিলম্বে ওই শূন্যপদগুলি পূরণ, পাশ ফেল প্রথা পুনরায় চালু করা সহ মোট ত্রিশ দফা দাবিতে বুধবার বাঁকুড়া জেলা বিদ্যালয় সংসদের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখাল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি । সংগঠনের তরফে ঘেরাও, বিক্ষোভ ও অবস্থানের কর্মসূচির পাশাপাশি নিজেদের দাবি সম্বলিত স্মারক লিপি তুলে দেওয়া হয় বিদ্যালয় সংসদের আধিকারিকদের হাতে। প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ চেয়ে ফের বিক্ষোভে সামিল হলেন চাকরিপ্রার্থীরা ৷
আরও পড়ুন
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Bankura, Primary Teacher, Primary Teacher Appointment, Primary Teachers Agitation