অবস্থানে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা
Last Updated:
মঙ্গলবার সকালেও বদলির দাবিতে অবস্থানে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা ৷
#নদিয়া: বহু টানাপোড়েন ও প্রতীক্ষার পর অবশেষে শুরু হয়েছে প্রাথমিকে শূন্য শিক্ষক পদে নিয়োগ ৷ ২০১৫ সালে টেট উত্তীর্ণদের মধ্যে থেকে চুড়ান্ত পর্যায়ে নির্বাচিত প্রার্থীদের তালিকা নিয়ে রোজই তৈরি হচ্ছে একের পর এক বিতর্ক ৷ কখনও ওয়েবসাইটে পুরো প্যানেল লিস্ট প্রকাশের দাবি, কখনও নিয়োগের এসএমএস পেয়েও কাউন্সেলিংয়ে ডাক না পাওয়ার অভিযোগ ৷
এর মধ্যে বদলির দাবিতে অবস্থান ৷ মঙ্গলবার সকালেও বদলির দাবিতে অবস্থানে প্রাইমারি শিক্ষক শিক্ষিকারা ৷ এদিন নদিয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা ৷ দাবি না মানলে অনির্দিষ্টকালের আন্দোলন চলবে বলে হুঁশিয়ারি আন্দোলনকারীদের ৷ জানা গিয়েছে, গতকাল সন্ধে থেকে চলছে অবস্থান ৷
পর্ষদ সভাপতি ও শিক্ষা দফতরের শত আশ্বাস সত্ত্বেও থামছে না প্রাথমিক নিয়োগ নিয়ে অভিযোগ ৷ কোথাও অস্বচ্ছতার অভিযোগ, কোথাও ধোঁয়াশা ৷ তার মাঝে বদলি জন্য প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের অবস্থানে অস্বস্তিতে শিক্ষা দফতর ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 07, 2017 9:17 AM IST