West Medinipur News: মায়ের থেকে শেখা, এখন পেশা, শিক্ষকের গুণ অবাক করবে
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Ranjan Chanda
Last Updated:
প্রতিদিন শিক্ষক ভাস্কর বসুর গলায় গান শুনতে আগ্রহী ছোট ছোট ছেলেমেয়েরা। শুধু তাই নয় তাদের প্রিয় স্যারের সঙ্গে গুনগুনিয়ে গানও গায় তারা। স্বাভাবিকভাবে শিক্ষকের এহেন গুন অবাক করবে সকলকে।
পশ্চিম মেদিনীপুর: ছোটবেলায় মায়ের থেকে শেখা। সেই সুর এখন গলায়। বয়স ধীরে ধীরে বাড়লেও স্বরের তারতম্য হলেও সুরে বদল নেই। তিনি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের অত্যন্ত প্রিয় তিনি। কারণ অবসর সময়ে কিংবা টিফিনের সময়ে তাদের এই প্রিয় স্যার শোনান গান। তাও বেশ মধুর সুরে। ছোটবেলায় মায়ের থেকে প্রাপ্ত সেই গানের শিক্ষা এখনও চালিয়ে রেখেছেন প্রাথমিক বিদ্যালয়ের এই শিক্ষক। শিক্ষকতা পেশা হলেও তার নেশা সঙ্গীত। কখনও গান লেখা তাতে সুর দেওয়া, কখনও আবার বিভিন্ন নিত্য নতুন গানে গলা মেলানো। স্বাভাবিকভাবে এই শিক্ষকের প্রতিভা সমাজের কাছে দৃষ্টান্ত। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকদের সহযোগিতা নিয়ে এই শিক্ষকের হাত ধরেই প্রান্তিক এলাকার বিদ্যালয়ে গড়ে উঠেছে সংস্কৃতির চর্চা।
বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্য বইতে স্থান পেয়েছে বিভিন্ন ধরনের গান। রবীন্দ্র সঙ্গীত। সুরে এবং ছন্দে সেই গান গেয়ে ছোটদের পড়ান পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় রাজ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ভাস্কর বসু। ভাস্কর বসু পেশাগত ভাবে একজন সংগীতশিল্পী। রবীন্দ্র সংগীত হোক কিংবা আধুনিক গান অথবা ফোক তার গলায় আলাদা মাধুর্য আনে। মঞ্চ সফল এক শিল্পী। তবে সেই অর্থে সকাল কিংবা সন্ধ্যা হারমোনিয়ামে রেওয়াজ করতে পারেন না তিনি। প্রতিদিন বাড়ি থেকে প্রায় ৭০ কিলোমিটার যাতায়াত করতে হয় নিজের পেশার তাগিদে। তবে বিদ্যালয়ে হাঁটতে হাঁটতে কিংবা অবসর সময়ে গুনগুনিয়ে গানের রেওয়াজ করেন তিনি।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
জন্ম তার নদিয়া জেলায়। মায়ের কাছ থেকে শুরু প্রথম জীবনে সঙ্গীতে হাতে খড়ি। সেই থেকে শুরু। মা ছিলেন একজন প্রখ্যাত সংগীত শিল্পী। ছোটবেলায় বেশ কয়েকটা বছর নদিয়াতে কাটালেও কর্মসূত্রে তিনি চলে আসেন মেদিনীপুরে। বর্তমানে তিনি থাকেন খড়্গপুরে। চাকরি সূত্রে প্রতিদিনই আসতে হয় তাকে নারায়নগড়ে। কাজের চাপ থাকলেও তিনি ছাড়েননি সংগীত। শুধু তাই নয় একসময় গানের দু কলি লিখে সুর দিলেও বর্তমানে সময়ের অভাবে তা আর হয় না।
advertisement
তবে এখনওবিভিন্ন থিম সং এর পাশাপাশি নিত্যনতুন গানে সুর দেন তিনি। তার গলায় যেন নতুন ভাবে প্রাণ পায় একাধিক সংগীত। সংগীতশিল্পী শিক্ষককে পেয়ে খুশি বিদ্যালয়ের শিক্ষকেরাও।প্রতিদিন শিক্ষক ভাস্কর বসুর গলায় গান শুনতে আগ্রহী ছোট ছোট ছেলেমেয়েরা। শুধু তাই নয় তাদের প্রিয় স্যারের সঙ্গে গুনগুনিয়ে গানও গায় তারা। স্বাভাবিকভাবে শিক্ষকের এহেন গুন অবাক করবে সকলকে।
advertisement
রঞ্জন চন্দ
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 25, 2025 7:53 PM IST