স্কুলের নাবালিকা ২ ছাত্রীকে যৌন হেনস্থা, গ্রেফতার স্কুল শিক্ষক
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
স্কুলের শিক্ষক পার্থ মণ্ডল স্কুলের মধ্যেই দুই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷
#কুলপি: স্কুলের ২ নাবালিকা ছাত্রীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার কুলপি থানা এলাকার রাম কিশোরপুর গ্রাম পঞ্চায়েতের রাম কিশোরপুর রাধানগর প্রাথমিক বিদ্যালয়ের।
স্কুলের শিক্ষক পার্থ মণ্ডল স্কুলের মধ্যেই দুই নাবালিকাকে যৌন হেনস্থা করে বলে অভিযোগ ৷ এরপরেই ওই দুই নাবালিকা ছাত্রী তাদের পরিবারের লোকজনকে ঘটনার কথা জানায়। ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা বিদ্যালয়ে পৌঁছে স্কুল শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করেন।
advertisement
advertisement
খবর দেয়া হয় কুলপি থানায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কুলপি থানার পুলিশ অভিযুক্ত শিক্ষক পার্থ মন্ডলকে গ্রেফতার করে ৷ ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন ধৃতকে ডায়মন্ড হারবার জর্জ কোর্টে তোলা হলে অভিযুক্ত শিক্ষককে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক।
অন্যদিকে ঘটনার পর আজ স্কুলে কোনও ছাত্রছাত্রী আসেনি, ফলে বন্ধ স্কুলের পঠন পাঠন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
First Published :
March 03, 2020 6:35 PM IST