#দুর্গাপুর:মাধ্যমিকের প্রথম দিনে বিভিন্ন স্কুলে বিভিন্ন চিত্র ৷ জীবনের প্রথম বড় পরীক্ষা। দুরুদুরু বুকে পড়ুয়ারা সব ঢুকছেন পরীক্ষাকেন্দ্রে ৷ ঘণ্টা পড়ার আগে কেউ আবার শেষ মুহূর্তে বই-নোটসে চোখ বুলিয়ে নিচ্ছেন ৷ এমন সময়ই সেখানে আর্শীবাদী ফুল-বেলপাতা নিয়ে হাজির ঠাকুরমশাইরা ৷ এমনই দৃশ্য দেখা গেল দুর্গাপুরে ৷ দুরু দুরু বুকে পরীক্ষা দিতে যায়। তাদের আশ্বস্ত করতেও ব্যবস্থা ছিল সেখানে। দুর্গাপুরে এবিবি হাইস্কুলের পরীক্ষাকেন্দ্রে ঢোকার আগে ফুল, বেলপাতা মাথায় ঠেকিয়ে মন্ত্রোচ্চারণ করে পরীক্ষার্থীদের আশীর্বাদ করলেন পুরোহিতরা।
Published by:Elina Datta
First published:
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।