Birbhum News: মাত্র ৭ বছর বয়সেই ‘বঙ্গশ্রেষ্ঠ’, ‘বাংলা সেরা’! ঝুলিতে একের পর এক পুরস্কার, চেনেন বীরভূমের ৭ বছরের খুদে প্রতিভাকে?
- Reported by:Sudipta Garain
- hyperlocal
- Published by:Ankita Tripathi
Last Updated:
বীরভূমের গর্ব! মাত্র সাত বছর বয়সে ৫৭টি মঞ্চ কাঁপিয়ে অভিনয় ও নাচে ‘বঙ্গশ্রেষ্ঠ’ খেতাব জিতল ছোট্ট সম্পূর্ণা নরসুন্দর
সিউড়ি, বীরভূম, সুদীপ্ত গড়াই: মাত্র সাত বছরের ছোট্ট মেয়ে, অথচ সাফল্যের তালিকায় নাম লিখিয়েছে বীরভূমের ইতিহাসে। অভিনয় ও নৃত্যের জগতে অনবদ্য প্রতিভার স্বাক্ষর রেখে, জেলার গর্ব হয়ে উঠেছে বীরভূমের সিউড়ির সম্পূর্ণা নরসুন্দর। অদম্য মনোবল, কঠোর পরিশ্রম এবং অসাধারণ প্রতিভার জোরে সম্পূর্ণা এমন এক সাফল্যের শিখরে পৌঁছেছে, যা তার বয়সের তুলনায় সত্যিই বিরল।
চলতি বছরের শুরুতেই ‘বাংলা সেরা’ পুরস্কার জিতে নজর কেড়েছিল সে। কিন্তু সেখানেই থেমে থাকেনি এই ছোট্ট প্রতিভা। মাত্র ছয় মাসের ব্যবধানে আবারও বড় সাফল্য এনে দিল বীরভূমের মাটিতে। ২০২৫ সালে ‘বঙ্গশ্রেষ্ঠ’ সম্মানে ভূষিত হল সম্পূর্ণা, যা তার জীবনের অন্যতম বড় মাইলফলক।
advertisement
advertisement
এই বছরজুড়ে সম্পূর্ণা মোট ৫৭টি মঞ্চে অনুষ্ঠানে যোগদান করেছে। আশ্চর্যের বিষয়, প্রতিটি মঞ্চেই সে প্রথম স্থান অর্জন করেছে। অভিনয় ও নাচে তার অসাধারণ উপস্থিতি দর্শকদের মুগ্ধ করেছে প্রতিবারই। এত অল্প বয়সে এমন ধারাবাহিক সাফল্য প্রমাণ করে, সে কেবলমাত্র এক প্রতিভাবান শিশু নয়, ভবিষ্যতের এক উজ্জ্বল নক্ষত্র।
সম্পূর্ণার মা আখী দাস বলেন, “খুব ভাল লাগছে সবার আশীর্বাদে। মেয়েটা যেন আরও অনেক বড় হয়, আপনাদের সকলের আশীর্বাদ চাই। এত কম বয়সে যে মেয়ে ‘বঙ্গশ্রেষ্ঠ’ সম্মান পেয়েছে, তাতে বুক গর্বে ভরে যাচ্ছে। কলকাতা, বোলপুর, বর্ধমান, অনেক জায়গায় প্রোগ্রাম করেছে। এখন চাই মেয়েটা বড় হয়ে বড় ডান্সার আর অভিনেত্রী হোক।”
advertisement
নিজের স্বপ্নের কথা জানিয়ে ছোট্ট সম্পূর্ণা বলল, “বড় হয়ে বড় নৃত্যশিল্পী ও অভিনেত্রী হতে চাই।” এখনই সে সিউড়ি, বোলপুর, শান্তিনিকেতন, কলকাতার দমদম-সহ নানা জায়গায় অসংখ্য অনুষ্ঠান করে ফেলেছে। বীরভূমের ছোট্ট মেয়েটি আজ শুধুমাত্র জেলার গর্ব নয়, সমগ্র বাংলা এবং দেশজুড়ে এক অনুপ্রেরণার নাম।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Sep 09, 2025 6:20 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Birbhum News: মাত্র ৭ বছর বয়সেই ‘বঙ্গশ্রেষ্ঠ’, ‘বাংলা সেরা’! ঝুলিতে একের পর এক পুরস্কার, চেনেন বীরভূমের ৭ বছরের খুদে প্রতিভাকে?








