Kali Puja 2023: প্রেতলোক দর্শন করতে চাইলে পৌঁছে যান এখানে, মামদো-শাঁকচুন্নির সাক্ষাৎ নিশ্চিত
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:RUDRA NARAYAN ROY
Last Updated:
জেলার মধ্যে বারাসত, মধ্যমগ্রামের কালীপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রেত লোকের এই শ্যামা পুজো। রাত বাড়লেই বাড়ছে ভিড়
উত্তর ২৪ পরগনা: মধ্যমগ্রামে ভুতের আতঙ্ক, গোটা মহল হয়ে উঠেছে প্রেত লোক। বিভিন্ন ধরনের ভূতের দেখা মিলছে সেখানে। আর সেই ভূত দেখতেই উপচে পড়ছে মানুষের ভিড়। মধ্যমগ্রাম বালক ও কিশোর সংঘের কালীপুজো এবার ৬০ বর্ষে পা দিয়েছে। এবারের পুজোর থিম প্রেত লোক। তা দেখতেই মানুষে উপচে পরা ভিড়, লম্বা লাইন, জীবন্ত ভূত দর্শনে আকর্ষণ বাড়ছে এই মণ্ডপের।
ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে পুজো উদ্যোক্তা থেকে প্রশাসনকে। লাইনে দাঁড়িয়ে সকলেই একবার ভূতেদের দর্শন পেতে চাইছেন। উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, মানুষ ভয় পাবে এমন করে তাঁরা গোটা আবহ তৈরি করেছেন। প্রবেশের সঙ্গে সঙ্গেই হার হিম হয়ে যাচ্ছে সকলের। অনেকেই আবার ভয়ে চিৎকার জুড়ে দিচ্ছেন মণ্ডপের ভেতরেই। বাচ্চাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে পুজো উদ্যোক্তাদের তরফে। নানা রকম ভূত তো রয়েচেই, তাদের কার্যকলাপও ভয় ধরাতে বাধ্য। অন্ধকারে ঘাড় মটকে যাচ্ছে ভূতের, উল্টে যাচ্ছে মুখ। শোনা উঠছে ভৌতিক সব শব্দ।
advertisement
advertisement
জেলার মধ্যে বারাসত, মধ্যমগ্রামের কালীপুজোগুলির মধ্যে অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে প্রেত লোকের এই শ্যামা পুজো। রাত বাড়লেই বাড়ছে ভিড়, সারারাত ধরে চলছে ঠাকুর দেখার পালা। তাই এই প্রেত মহল একবার দর্শন করতে চাইলে আসতেই হবে মধ্যমগ্রামে। তবে মনে ভয় থাকলে এড়িয়ে যাওয়াই ভাল, না হলেই বিপদ।
রুদ্রনারায়ণ রায়
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 14, 2023 8:44 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kali Puja 2023: প্রেতলোক দর্শন করতে চাইলে পৌঁছে যান এখানে, মামদো-শাঁকচুন্নির সাক্ষাৎ নিশ্চিত