কেশপুরে ফোন নিয়ে বুথে ঢোকেন ভারতী, পদক্ষেপ না করায় সরানো হল প্রিসাইডিং অফিসারকে
Last Updated:
#কেশপুর: কেশপুরের পিপুড়দায় ১৩৯ নম্বর বুথ থেকে সরানো হল প্রিসাইডিং অফিসারকে। জানা যায়, ফোন নিয়ে বুথে ঢোকেন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। তারপরও কোনও ব্যবস্থা নেননি প্রিসাইডিং অফিসার। প্রিসাইডিং অফিসারের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন।
দেশজুড়ে চলছে ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন ৷ রবিবার সকাল থেকেই ভোটগ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজ্যের একাধিক জায়গা। কেশপুরের গোটগেড়ায় বিজেপি এজেন্টকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। খবর পেয়ে বুথে পৌঁছন ঘাটালের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বুথেই শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি ধস্তাধস্তি। ভারতীকে হেনস্থার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে তাঁর পায়ে চোট লাগে। কেঁদে ফেলেন ভারতী। জেলাশাসকের কাছে ঘটনার তথ্য তলব করে নির্বাচন কমিশন। ঘটনার পর ভারতী ঘোষ জানিয়েছেন তাকে খুন করার চক্রান্ত চলছে ৷ তিনি আরও অভিযোগ জানিয়েছেন, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না ৷ বিজেপি এজেন্টকে বসতে দিচ্ছে না ৷
advertisement
ভারতী ঘোষকে হেনস্থার ঘটনায় তাঁর প্রতিদ্বন্দ্বী তৃণমূল প্রার্থী দেবের প্রতিক্রিয়া, ‘ভালোবাসা দিয়ে ভোট পেতে হয় ৷ টাকা দিয়ে ভোট কেনা যায় না।’ তিনি আরও বলেন, ‘যা ঘটেছে তা ঠিক হয়নি, তবে ভারতীর আচরণও ঠিক ছিল না’।
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2019 4:54 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
কেশপুরে ফোন নিয়ে বুথে ঢোকেন ভারতী, পদক্ষেপ না করায় সরানো হল প্রিসাইডিং অফিসারকে